ক্রিকেট উম্মাদনা ও হারিয়ে যাওয়া অধিকার।
লিখেছেন লিখেছেন তায়িফ ০৭ মার্চ, ২০১৬, ০৩:০৯:৩৪ দুপুর
এক সময় স্বপ্ন দেখতাম বড় ক্রিকেটার হবার। নামায মিস হবে বলে দেশে ক্রিকেট খেলা ছেড়ে দেই। ডেনমার্কে আসার পর কোন বাঙ্গালী কে জিজ্ঞেস করলে হাসাহাসি করে বলত ডেনমার্ক ক্রিকেট খেলে নাকি! ইমেইলে যোগাযোগ করে বন্ধু আসিফকে নিয়ে আলবার্টসলোন্ড ক্রিকেট ক্লাবে খেলা শুরু করি।
আজ ডেনমার্কে বাংলাদেশীদের নিজেদের ক্রিকেট ক্লাব আছে।গতকালকে এসিয়া কাপকে ঘিরে সে কি উম্মাদনা।নিজেকে গর্ভিত মনে করে যখন কাজ শেষে বাসায় ফিরছি বাসে ফেসবুকে সবার ছবি রাঙ্গানো দেখে নিজের ছবি রাঙ্গানোর চেষ্টা করতেছি তখনই একটা সুইডিশ হাই বলে জিজ্ঞেস করল তুমি কি বাংলাদেশী আমি হা বলে উত্তর দিলে সে আমার জন্য সহানুবতি প্রকাশ করল।
আমাকে দেশ নিয়া নানা কথা বলতে লাগল। তোদের দেশে নাকি ইসলামিক লিডারদের মেরে ফেলা হচ্ছে? আমাকে বলল দেখ আমাদের দেশে সবাই স্বাধীনমত ধর্ম পালন করতে পারে তোদের দেশে নাকি তা সম্বভ না । তোদের নাকি ভোটের অধিকার নাই। তোদের জীবনের নাকি কোন নিরাপত্তা নাই। পুলিশ যখন ইচ্ছা যাকে তাকে মেরে ফেলতে পারে। তোদের দেশে কোন বিচার নাই।........
একটু আগে একজনের আবেগে চোখের পানি ফেলার ছবি দেখেছি অবৈধ ওই লোকটার প্রতি প্রচন্ড রাগ হচ্ছিল। আর নিজের প্রোপিক চেন্জ করার চিন্তা মাথা থেকে উড়ে যায়।
আর ভাবতে থাকি একটা টিকেটের জন্য আমরা পুলিশের প্রতি ঢিল মারি। আমার ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য যদি ঢিলটা মারতে পারতাম। ১৬ কোটি চোখ টিভিতে চোখ রাখতে পারে সেই ১৬ কোটি হাত কি নিজের অধিকারের জন্য গর্জে উঠতে পারে না
ফেসবুকে আমাকে লাইক দিতে এখানে ক্লিক করুন
বিষয়: বিবিধ
১৩৬৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
0 ডেনমার্কে ক্রিকেট খেললে কি নামাজ মিস হয় না ?
সাউথ আফ্রিকার মত দলে খেলেও কিন্তু হাশিম আমলা তার কাজ চালিয়ে যাচ্ছেন ।
ফিল্ডিং করার সময় দ্বাদশ খেলোয়াড়কে নামানো যায় আর ব্যাটিংয়ের সময় একটু পরেই নামা যায় । কসরও করা যায় যদি সেরকম কিছু হয় ।
এসব মনে হয় বাংলাদেশে সম্ভব ছিল না , তাই না ?
মন্তব্য করতে লগইন করুন