সংলাপ ভিক্ষুকদের জ্বালায় বাচি না।

লিখেছেন লিখেছেন তায়িফ ০৭ অক্টোবর, ২০১৪, ০৫:৩২:৫০ বিকাল



বিএনপির সংলাপের আহ্বানের ‘সহজ বাংলা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারছেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সহজ বাংলা বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাচ্ছে না, তা বোঝা যাচ্ছে না।’

এমনিতেই সরকারের অত্যাচারে অস্তির। ইউরোপে বাংলাদেশের ৪০০০ টাকা দিয়ে বড় সাইজের খাসি কোরবানী দেওয়া যায়। কিন্তু বাংলাদেশে তা কল্পনার বাইরে। বাংলাদেশের ১১০০ টাকা এক বোতল গ্যাসের দাম। টেসকো সুপার মার্কেট থেকে সেদিন বাংলাদেশের ২০ টাকায় অফারে ১০ কেজি আলু কিনে নিয়ে আসলাম। সয়াবিন তেলের দাম ৭০-৮০ টাকা। চিনিার কেজি ৪০ থেকে ৫০ টাকা। লবন ১২-১৫। অনেক শহরে বাংলাদেশের অর্ধেক সব কিচুর দাম। এরই মধ্যে সরকার গ্যাসের দাম তেলের দাম নাকি ১০০ ভাগ বাড়াবে।সত্যি যদি তা হয় তাহলে দ্রব্য মূল্যের দাম নরওয়ের রাজধানী অসলোর থেকে বেশী হয়ে যাবে।

কোথায় অন্দোলন তীব্র থেকে তীব্র করে অসহযোগের দিকে নিয়ে যাবে। তা না বিম্পির বাচ্চারা সংলাপ ভিক্ষা করতেছে।হাওর বাওয়র বন জংগলে অনেক আওয়ামী সমর্থক আছে। প্রধান মন্ত্রী যদি এদের কাউকে নিয়ে এসে বিম্পির সাথে সংলাপে বসিয়ে দেন। তবে সরকারের হাত থেকে বাচা যাক বা না যাক অন্তত এই ভিক্ষুকদের হাত থেকে বাচা যাবে।

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272144
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৭
ফেরারী মন লিখেছেন : ৫ জানুয়ারির নদী ভাঙনে সর্বহারা বিএনপি এখন সংলাপ ভিক্ষা করছে। Rolling on the Floor
০৮ অক্টোবর ২০১৪ রাত ০২:৪২
216418
তায়িফ লিখেছেন : এই ভিক্ষুকদের জ্বালায় পেপার পড়া দায়।
272183
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
আফরা লিখেছেন : রাজনীতি বুঝি না তাই কিছু বল্লাম না ।
০৮ অক্টোবর ২০১৪ রাত ০২:৪০
216417
তায়িফ লিখেছেন : পলাশীর আম্রকাননে নাবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশ ২০০ বছর বছর ইংরেজদের গোলামী করেছিল। দেশের জনগণ যদি সেদিন নবাবের পক্ষে দাঁড়িয়ে যেত, ইংরেজরা পালানোর রাস্তা পেত না। কিন্তু জনগণ মনে করেছিল সব দায়িত্ব দেশের রাজা নবাব সিরাজুদ্দৌলার, তারা ছিল নিরব দর্শক। নবাব জীবন দিয়ে অমর হয়ে থাকলেন, কিন্তু সেই জনগণ ২০০ বছর ধরে কুকুর - বিড়ালের জীবন যাপন করলো. . . যারা আজ বলছেন রাজনীতি আমার কাজ নয়, রাজনীতি আমার ভাত দিবে না, মনে রাখবেন এই রাজনৈতিক ময়দানে যদি কালো শকুনদের জায়গা দেন, পরিবার-পরিজন সহ ইজ্জত নিয়ে জীবন-ধারন করতে পারবেন না। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইংরেজরা আবার গোলামী করাবে না, এবার সেটা আসবে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৭
216446
আফরা লিখেছেন : আপনার কথা গুলো ঠিক আছে কিন্তু কি করব দেশে যেহেতু থাকি না কিছু করতে ও পারব না তাই এসব নিয়ে ভাবি ও না ।
272189
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : বাংলদেশী ৪০০০ টাকায় বড় সাইজের খাসি ইউরোপের কোথায় পাওয়া যায়??
276579
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৯
বুড়া মিয়া লিখেছেন : এখানেও একটু খেয়াল করেন, কি জগাখিচুরী পাকাইছেন!

আমি কিন্তু এসব জগাখিচুরীও বুঝতে সক্ষম আবার এবং বিরক্তও হই না একটুও!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File