হায়রে বিম্পি একটা সংলাপের জন্য এত কান্না! এই গর্দবরা যদি ক্ষমতায় যায় দেশের কি হব!

লিখেছেন লিখেছেন তায়িফ ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:১৯:৪৪ রাত



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেন, ‘‘প্রধানমন্ত্রী এ পর্যন্ত যত কথা দিয়েছেন তার একটিও রাখেননি৷ ১৯৮৬ সালেও চট্টগ্রামে একটি সমাবেশে শেখ হাসিন বলেছিলেন, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান৷ এর পরদিন ঢাকায় এসে তিনি নির্বাচনের যাওয়ার ঘোষণা দিলেন৷''

এম কে আনোয়ার বলেন, ‘‘এবার শেখ হাসিনা নিজেই বললেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন৷ নির্বাচনের পরই সবার সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে৷ এবারও তিনি কথা রাখলেন না৷''

আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে নামানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা জনগণকে ভোগান্তিতে ফেলতে চাই না৷ তাই নরম কর্মসূচি পালন করছি৷ ''

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269404
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৪
তহুরা লিখেছেন :



২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২১
213215
তায়িফ লিখেছেন : জামাত শিবির একটা আদর্শকে সামনে রেখে আন্দোলন করতেছে। আর বিম্পির টার্গেট অন্যের কোলে চেপে ক্ষমতায় গিয়েই চুরি ডাকাতি শুরু করবে। গণজাগরনকে সমর্থন করে আবার হেফারতের পক্ষে কথা বলে। কিন্তু নির্দোষ কাদের মোল্লা হত্যাকান্ডে নিরব।
269418
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৩৭
শেখের পোলা লিখেছেন : দারোগা জিজ্ঞেস করলেন, চোর তোমার ঘরে চুরি করছে,তুমি চুপকরে থাকলে? লোকটি বলল, ভাবলাম দেখিনা কি করে৷ দারোগার প্র্র্রশ্ন, যখন সবকিছু নিয়ে চোর পথে নামলো, তখনও তুমি চুপ থাকলে? লোকটি বলল, ভাবলাম দেখিনা কি করে৷ তখন দারোগা সাহেব বললেন, বাড়ি গিয়ে দেখতেই থাক আমরা কি করি৷
বি এন পি এখন দেখতেই আছে৷ জনগন কি করে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File