হায়রে বিম্পি একটা সংলাপের জন্য এত কান্না! এই গর্দবরা যদি ক্ষমতায় যায় দেশের কি হব!
লিখেছেন লিখেছেন তায়িফ ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:১৯:৪৪ রাত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেন, ‘‘প্রধানমন্ত্রী এ পর্যন্ত যত কথা দিয়েছেন তার একটিও রাখেননি৷ ১৯৮৬ সালেও চট্টগ্রামে একটি সমাবেশে শেখ হাসিন বলেছিলেন, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান৷ এর পরদিন ঢাকায় এসে তিনি নির্বাচনের যাওয়ার ঘোষণা দিলেন৷''
এম কে আনোয়ার বলেন, ‘‘এবার শেখ হাসিনা নিজেই বললেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন৷ নির্বাচনের পরই সবার সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে৷ এবারও তিনি কথা রাখলেন না৷''
আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে নামানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা জনগণকে ভোগান্তিতে ফেলতে চাই না৷ তাই নরম কর্মসূচি পালন করছি৷ ''
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বি এন পি এখন দেখতেই আছে৷ জনগন কি করে৷
মন্তব্য করতে লগইন করুন