‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ -ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু
লিখেছেন লিখেছেন তায়িফ ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০৮:৫০ রাত
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সপ্তাহের বেশি সময় ধরে চলমান শাহবাগের প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিতে না পারায় কষ্টে আছেন বলে জানালেন ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা।
বুধবার রাত পৌনে ১২টায় নিজের ফেইসবুক পাতায় মনোবেদনা প্রকাশ করেছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির।
তিনি তার ‘স্ট্যাটাসে’ লিখেছেন- “জাগরণের কোনো দল নাই...। কোনো ধর্ম নাই। যুদ্ধাপরাধীদের বিচার এই জাগরণ নিশ্চিত করবে। এই জাগরণ বর্তমান দুঃশাসনের পতন ঘটাবে। শুধু কষ্ট, নিজে অংশ নিতে পারলাম না। এই জাগরণই বলবে, দূর হ দুঃশাসন।”
আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিচ্ছে লাখো মানুষ।
বিএনপি শুরতে এই কর্মসূচির সমালোচনা করলে ছাত্রদলকেও এই প্রতিবাদে অংশ নিতে দেখা যায়নি। পরে অবশ্য বিএনপি এই কর্মসূচির উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছে।
ওবায়দুল হকের মতো আরো কয়েকজন নেতাও শাহবাগ আন্দোলনের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন।
গত মঙ্গলবার মো. জিয়াউল হক মিজান নামে এক ব্যক্তি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরুর ‘ওয়ালে’ ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ একটি ছবি শেয়ার করেন। এই ছবিতে ‘লাইক’ দিয়েছেন ছাত্রদলের এই নেতা
Click this link
বিষয়: বিবিধ
১৬৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন