আল্লামা শফি দা. বা. গায়বি সাহায্য চাওয়া এবং ঘূর্ণিঝড় মহাসেন
লিখেছেন লিখেছেন তায়িফ ১৩ মে, ২০১৩, ০৩:২৮:০৯ রাত
গতপরশু আল্লাহর গায়েবী সাহায্য চেয়ে আল্লামা শফি দা. বা. দুআ করেছেন। আর এর কিচুক্ষণ পর ঘূর্ণিঝড় মহাসেন এর খবর আসে।
অনেকে মনে করতে পারেন শেখ হাসিনা অপরাধ করেছে কিন্তু এর শাস্তি কেন সাধারন মানুষ পাবে।এর উত্তরে লর্ড ক্লাইভের একটি উক্তি মনে পরে। সে লিখেছিল, ' নবাব সিরাজউদ্দৌলার লাশ দেখতে যত লোক সমবেত হয়েছিল সবাই যদি একটি করে ঢিল মারত তাহলে আমাদের অস্তিত্ব থাকত না।'
২৫ মে কালোরাত্রির অপারেশন সার্সলাইটে ইন্দো-পুলিশলীগের যৌথ হামলায় ২৫০০০ মানুষ শহীদ হয়েছেন কিন্তু বাশের কেল্লা থেকে বারবার আহ্বান জানানো হয়েছে আপনার ফজরের নামাযের পর রাস্তায় নেমে পড়ুন কিন্তু কেউ সে আহ্বানে সারা দেয় নি। তাই অভিশপ্ত বাঙ্গালী জাতি যারা কোন প্রতিবাদ করে নি তারা হাসিনার সহযোগী তাই খোদার গজব তাদের প্রাপ্য। অনেকে বলতেছ মহাসেন কেন সাধারন মানুষকে আঘাত করবে। এই সাধারন মানুষ তো গণহত্যার কোন প্রতিবাদ করেনি।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় -
“অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে"
বিষয়: বিবিধ
১৮৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন