...... তাঁর কি মৃত্যু হয়ে গেছে?

লিখেছেন লিখেছেন তায়িফ ২৭ জানুয়ারি, ২০১৩, ০৪:৪৩:২২ বিকাল

আমার কাছে এক ভদ্রলোক এসে সাহায্য চাইলেন এই বলে যে,

তিনি ঝগড়া রত অবস্থায়, রাগের মাথায় তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে একই সাথে পরপর দুই বার নাইন এম এম দিয়ে গুলি করেন, দুইবার , তিন বার বাইন বাইন বার এভাবে মোট ছয়বার গুলি করেন। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরক্ষনে তাঁর সন্তানের কান্নাকাটিতে তাঁর হুশ হয়। এবং নিজের ভূল বুঝতে পারেন।

এখন তাঁর প্রশ্ন তাঁর স্ত্রী কি মারা গেছে?

রাগের মাথায় তিন বার ৬ টা গুলি করলে কি স্ত্রী মারা যাবে ? মারা গেলে কোরআন ও সুন্নাহ থেকে তা প্রমাণিত করতে হবে রাসুল সাঃ কি বলেছেন রাগের মাথায় গুলি করলে কি মৃত হিসাবে গণ্য হইবে?

এ অবস্থায় তাঁর করনীয় কি?

আমি কোন সিদ্ধান্তে উপনীত হতে না পেরে এই ব্লগের চিন্তাশিল ব্লগারদের সাহায্য চাইছি।

দয়া করে সরাসরি উত্তর দিবেন।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File