দেশে দেশে ইসলামী নববর্য পালন ( ১ম পর্ব : মালয়েশিয়া)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৪ নভেম্বর, ২০১৪, ০১:২৫:১৮ দুপুর



মালয়েশিয়ার প্রধানবিরোধী দল "পিকেআর"- এর নেত্রী নুরুল ইজ্জাহ-র শুভেচ্ছা ব্যানার

২৫ ই অক্টোবর ২০১৪ খৃষ্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৬ হিজরী তারিখ ইসলামী নববর্ষ বিশ্বব্যাপী যথাযোগ্য ভাব-গাম্ভীর্য ও ধর্মীয় আবহের মধ্য দিয়ে পালিত হলো । ইসলামী বর্ষকে হিজরী বর্ষ বলা হয় । কারণ রাসুল (সা.) – এর মক্কা হতে মদিনায় হিজরত করার ঘটনার স্মরক হলো এই পঞ্জিকা ।






http://www.youtube.com/watch?v=x3XVR5g_mNE

মালয়েশিয়ার ইসলামপন্হী দল পাস-র শুভেচ্ছা ব্যানার ও কার্যক্রমের ভিডিও । এই দল দুইটি প্রদেশে প্রভাবশালী

দিবসটি গুরুত্বপূর্ণ বিধায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই , আরব আমিরাত , ফিলিস্তিন, আলজেরিয়া, মরক্কো-সহ ২৮টি মুসলিম প্রধান দেশ সরকারী ছুটি ঘোষনা করেছিল ।

পাকিস্তান , মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই , আরব আমিরাত , বসনিয়া, রাশিয়া, ইউক্রেন –সহ মুসলিম ও অমুসলিম প্রধান অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানবৃন্দ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বাণী প্রদান করেন ।



মালয়েশিয়ার প্রধানবিরোধী দল "পিকেআর"- এর নেত্রী ওয়াং আজিজা -র শুভেচ্ছা ব্যানার

আমার প্রাপ্ত তথ্য মতে, এবার ৭৮টি দেশের লোকরা ইসলামী নববর্য পালন পালন করেছেন । বিভিন্ন দেশের টিভি চ্যানেলে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করে । দিবসটিতে দিবসটির তাৎপর্য নির্ভর শোভা যাত্রা, আলোর মিছিল, মিলাদ মাহফিল, ক্বিরায়াত প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে । পত্র-পত্রিকাগুলোও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে ।

মালয়েশিয়ায় হিজরী নববর্ষকে বলা হয়, মা,আল হিজরাহ্ যার অর্থ হলো হিজরী বছর শুরু । অনেকে বলে আউয়াল মুহাররম । কিছু লোক বলে তুহান বারু । তারা পরস্পর এদিন ”সালাম মা,আল হিজরাহ্” বা হিজরী বছরটি শান্তিময় হোক বলে শুভেচ্ছা জানায় । তারা আগের দিন মাগরিবের নামাজ পড়ে ও একটি বিশেষ দুয়া পড়ে দিনটি শুরু করে । অনেকে নফল রোজাও রাখে ।

আজ আমরা মালয়েশিয়ার হিজরী নববর্ষ বা ইসলামী নববর্ষ পালন করা সম্পর্কে ধারণা লাভ করবো । পোস্টটি ভিডিও ও ছবি পোস্ট হওয়ায় আমি এই লেখায় খুব একটা তথ্য ব্যবহার করবো না । কারণ : ভিডিওগুলো একটা ১ লক্ষ্য বাক্যের চেয়েও বেশী শক্তিশালী ।

মালয়েশিয়ায় দিনটি ১০টি কাজের মাধ্যমে শুরু হয় :

১. আগমনী সংগীত :

মালয়েশিয়ায় এই দিনটি আগের দিনে মাগরিব নামাজ পড়ার সময়ের পর টিভিতে এই গানটি দিয়ে শুরু হয় । ব্যাপারটা অনেকটা আমাদের দেশে ঈদের আগের দিন টিভিতে “রমজানের ঐ রোজার শেষে” গান প্রচারের মতো । গানের কথাগুলোর বাংলা ভাবানুবাদ নিচে উল্লেখ করছি :




http://www.youtube.com/watch?v=awBmd9aiNN0

http://www.youtube.com/watch?v=lSEXCuc6ak0

বছর ঘুরে মহররম মাসের প্রথম দিন এলে মনে পড়ে যায়,

আমাদের নবী হিজরত করেছিলেন মক্কা থেকে মদীনায় ।

আনসার আর মুহাজিররা মিলে মিশে আস্থা ও বিশ্বাস দিয়ে,

তাদের জীবন ও সম্পদ বিসর্জন করে ইসলাম করেছিলেন প্রচার ।

আজ তাই আমরা হয়েছি মুসলমান, পেয়েছি সুমহান আদর্শ ইসলাম ।

তাই -

হিজরত হলো আত্মত্যাগ

হিজরত হলো সংগ্রাম

হিজরত হলো ভ্রাতৃত্ব

হিজরত হলো ঐক্য ।

এজন্য -

এসব দিনের চেয়ে আলাদা করে আমরা পহেলা মহররম করি উদযাপন ,

আমরা এই দিন বলে যাই সব বয়সের লোকদের কাছে

সাহস, ন্যায়পরায়ণতা ও ইসলামের ভ্রাতৃত্বের কথা

অন্য দিনের চেয়ে বেশী করে । ”

এই গানটা এত জনপ্রিয় যে দুই বছরের বাচ্চারাও গাইতে পারে ও গেয়ে নাচানাচি করে । যেমন :




http://www.youtube.com/watch?v=ZdsDVCaA6Vo

টিভি অনুষ্ঠানের ফাকে ফাকে বিশেষ বিজ্ঞাপন প্রচার হয় যাতে হিজরী নববর্ষের তাৎপর্য বর্ণিত হয় :




http://www.youtube.com/watch?v=08bxjvYErw4

টিভিতে হিজরী নববর্ষের তাৎপর্য উপর কার্টুন ছবি দেখানো হয় যাতে হিজরী সনের তাৎপর্য তুলে ধরা হয় :




http://www.youtube.com/watch?v=1emuj1C8ocI



২.টিভিতে বিভিন্ন ভাষায় ইসলাম প্রচার ও প্রসার মূলক গান সম্প্রচার করা :





http://www.youtube.com/watch?v=6smeEtUo0EY

মালয়েশিয়া বহু জাতি ও ভাষার দেশ । এজন্য বিভিন্ন ভাষায় অনুষ্ঠান প্রচার হয় । মালয়েশিয়ায় মালয়, চীনা, তামিল, বিহারী –সহ বিভিন্ন ভাষা ও জাতির লোক বাস করে । এজন্য গানের মধ্যেও তার প্রভাব । একটা গানের মধেই অনেক ভাষার বাক্য ও শব্দ থাকে । যেমন : এই গানট তিনটা ভাষায় গাওয়া হয়েছে । আরবী , উর্দু ও ইংরেজী ভাষায় । এই গানটা হলো বিখ্যাত গান – “তালা আল বদরু আলাইনা ” । এই গানটা মদীনার লোকরা রাসুল (সা.)- হিজরত করার পর সর্বপ্রথম মদীনায় প্রবেশ করার সময় তাকে অভ্যর্থনা জানানোর জন্য বাদ্য যন্ত্র ব্যবহার করে গেয়েছিল । আজও কোন লোক বিদেশ হতে নিজ দেশে অনেক দিন পর ফিরে আসলে তাকে আরবরা এই গান গেয়ে অভ্যর্থনা জানায় । (এই গানটির বাংলা অনুবাদ পরবর্তীতে দেওয়া হবে । )



আরবী ভাষার গান হিজরী নববর্ষের উপর :


http://www.youtube.com/watch?v=_4WTrQwDwr4 আরবী গান

http://www.youtube.com/watch?v=2n8K8y7ejFU আরবী গান

জনপ্রিয় মালয়েশিয়ান গান হিজরী নববর্ষের উপর যার অধিকাংশ বাক্য আরবী




http://www.youtube.com/watch?v=uwXHkjf8F5o

A-Hijrah - Raihan.flv

অসাধারণ একটা গান হিজরী নববর্ষের উপর




http://www.youtube.com/watch?v=h233pkXeQQU




http://www.youtube.com/watch?v=QvAy6s_UYKc




http://www.youtube.com/watch?v=0bse_EF0efY




http://www.youtube.com/watch?v=-NkDCB0aQxU

৩. শোভাযাত্রা : এই দিনের গুরুত্ব প্রকাশক শোভাযাত্রা বা মিছিল অনুষ্ঠিত হয় । এসব শোভাযাত্রা বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমবৃন্দ নেতৃত্ব দান করেন । এই ভিডিওতে এমন একটা শোভাযাত্রার তুলে ধরা হলো :




http://www.youtube.com/watch?v=A-zjncGpVL0

৪.ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল ও হাল্কায়ে জিকিরের অনুষ্ঠান আয়োজন : যেমন :




http://www.youtube.com/watch?v=V1W4lr8N-Wo

এদিন তারা বিশেষ দুয়াও পড়ে যাদের তারা দুয়া আউয়াল তুহান ও দুয়া আখির তুহান বলে থাকে । যেমন :

হিজরী নববর্ষের দিনের প্রথম ভাগে তারা এই দুয়া পড়ে




http://www.youtube.com/watch?v=TiwM3og9D5Q

Doa Awal Tahun

হিজরী নববর্ষের দিনের শেষ ভাগে তারা এই দুয়া পড়ে




http://www.youtube.com/watch?v=G66gJt13Uqc

Doa Akhir Tahun

৫. বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠণ এ দিনের তাৎপর্য আলোচনা করে বিশেষ অনুষ্ঠান , আলোচনা সভা ও দুয়া মাহফিল করে থাকে । যেমন : এই ভিডিওতে মালয়েশিয়ার প্রধান বিরোধী দল ”পার্টি কিদালান রাকায়াত (পিকআর)” -এর নেতা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আনোয়ার ইব্রাহিম হিজরী নববর্ষ উপলক্ষ্যে ওয়াজ করছেন । দেখুন ভিডিওটা




http://www.youtube.com/watch?v=M3bhsaOVN58

৬. টিভিতে রম্য টক শো পর্যন্ত হয় :




http://www.youtube.com/watch?v=T7m0C9KRfXI

৭. পত্র-পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে ।



৮.সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানরা বিশেষ বানী প্রদান করেন ও জনগণকে শুভেচ্ছা জানান ।
দিবসটি উপলক্ষ্যে সামরিক কায়দায় তোপ ধ্বনি দেওয়া হয় ।

৯. গরিব – দু:খীদের সাহায্য করা হয় ।

১০. স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।




http://www.youtube.com/watch?v=9xDyA_P0CfU




http://www.youtube.com/watch?v=hd3-vXC1gm8

হিজরী নববর্ষের তাৎপর্য :




http://www.youtube.com/watch?v=j5zmtrwWsYU

আমাদের দেশীয় সংস্কৃতিতে বাংলা ও ইংরেজি নববর্ষ বরণ করার অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপিত হলেও হিজরী নববর্ষকে সেভাবে পালন করা হয়নি। অথচ মুসলিম উম্মাহর সংস্কৃতি চর্চায় হিজরী সনের গুরুত্ব বেশি।

প্রতিটি জাতির নিজস্ব কৃষ্টি-কালচার বা সংস্কৃতি রয়েছে। এ সংস্কৃতি বাদ দিয়ে আসল পরিচয় নিশ্চিত করা যাবেনা। আমরা জাতিগতভাবে মুসলমান। শ্রেষ্ট জাতী হিসাবে আমাদের রয়েছে গৌরবোজ্জল আদর্শ। বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে আমাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে হবে।

বাঙালীত্ব ও ইসলাম এক ও অভিন্ন :

‘আমরা বাঙালী সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতিতে কোন বিভাজন তৈরী করতে চাই না। ‘হিজরী নববর্ষ’ পালনের মাধ্যমে আমরা দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে চাই ।’ আর এর ব্যতিক্রম করা উচিতও নয় । কারণ ভাষা ও স্হান ব্যক্তির আশ্রয়স্হল । যা কিছু ইসলামী নয় – তা আমাদের ইসলামীকরণ করতে হবে ।

সাংস্কৃতিক আগ্রাসণকে সুস্হ ও ইসলামী সংস্কৃতি দিয়ে রক্ষা করতে হবে :



আকাশ সংস্কৃতির আগ্রাসনে সুস্থ ধারার দেশীয় সংস্কৃতিক আজ হুমকির পথে। অপসংস্কৃতির ছোবলে আজ চিরায়ত দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে। বিকৃতি আবেদনময়ী যুক্ত আকাশ সংস্কৃতির বিপরীতে সুস্থ ধারার নির্মল সাংস্কৃতিক চর্চা আজ জোরদার করা প্রয়োজন । আর এজন্য আমাদের বাংলাদেশে মালয়েশিয়ার মতো

মানুষের মাঝে নৈতিকতার উৎকর্ষতা সাধনে ও সুস্থ মননশীলতা জাগ্রত করতে ইসলামী সংস্কৃতি প্রসারিত করার তাগিদ দিয়ে পহেলা মহররম বা হিজরী নববর্ষ পালন করতে হবে ।

মুসলমান ভাই – বোনদের বলছি, হিজরী সাল কি আমাদের জন্য নয় ? :

পহেলা বৈশাখ এলে আমরা ঐ দিন কি করব, কোথায় যাব ? সবকিছু আগে থেকেই ঠিকঠাক করি । আর দিনটির অপেক্ষায় প্রহর গুনি । কি রং-এর কাপড় পড়ব, সারা দিন কয়টা কাপড় লাগবে, কার সাথে ঘুরব, কোথায় যাব, তা ইতিমধ্যে ঠিক করে ফেলি । এমনিতে আবার সরকারি ছুটি থাকে । সারা বছর যাই করি ঐ দিন আমাদের পান্তা ইলিশ খেতে হবে । আমরা যে বাঙ্গালি তা মানুষের কাছে প্রকাশ করতে হবে না !!!!!!

কিন্তু তা সারা বছর করতে পারি না । বর্তমান যুগে তো আর পান্তা ভাত খাওয়া যাবে না । কারন মান- সন্মানে সমস্যা হবে । তাই বাঙ্গালি হিসেবে এক দিন খাই আরকি । যাদের টাকা- পয়সা আছে তারা ইলিশ মাছ ঠিকই খায় । কিন্তু পান্তা ভাত, অসম্ভব । সাথে আছে কনসার্ট, ভাষা প্রতিযোগিতা আরো কত আয়োজন । সব মিলিয়ে ধারুন একটা দিন ।

যাই হোক, সবচেয়ে বড় কথা হল আমরা বাঙ্গালি । তাই বাংলা নববর্ষ নিয়ে আমাদের এত আয়োজন ।

আবার

আছে ইংরেজী 'নিউ ইয়ার' । ঐটা তো কোনো কথাই নেই, একদম জাক-ঝমক আয়োজন করে উদযাপন করি 'নিউ ইয়ার' । সরকারি ছুটিতো আছেই । নতুন জামা- কাপড় পড়ে, পরিবার পরিজন সাথে নিয়ে ঘুরতে বের হয়ে যাই । আবার বিভিন্ন কোম্পানি আয়োজন করে 'লাইভ কনসার্ট' । এইটাই তো আনন্দ করার একটি মোক্ষম সুযোগ । অনেক দিন সব বন্ধুদের সাথে মিলিত হ ই । এটার মজাই আলাদা ।

সবচেয়ে বড় কথা হল, আমরা বছরের প্রথম দিনটি একটু অন্য রকম ভাবে পালন করি ।

কিন্তু

আমরা তো মুসলমান । আমাদের তো আরএকটি বছর আছে, হিজরী । যা আল্লহ তায়ালা নির্ধারিত করে দিয়েছেন । ঐ হিজরী সাল অনূসারেই আমরা রোজা, ঈদ ইত্যাদি পালন করে থাকি । ঐ হিজরী সাল অনূসারেই হবে কিয়ামত ।

এই বছরটারও প্রথম দিন আসে । কিন্তু আমরা সরকারী ছুটি পাই না । কিন্তু এই দিনটাতে আমরা কি করি ?

আমাদের তো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ । মাথায় টুপি পড়া সুন্নত । মাথা-চুল-পিঠ-গল- কান-পুরো বুক ওড়না দিয়ে ঢেকে রাখা ফরজ । ........আরও অনেক নিয়ম- কানুন আছে যা আমরা পালন করি না । এর জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে ।

বাংলা নববর্ষের দিন যদি আমাদেরকে বাঙ্গালি হতে হয় । ইংরেজী নববর্ষের দিন যদি আমাদেরকে আনন্দ করে কাটাতে হয় । কিন্তু হিজরী নববর্ষের দিন আমরা কিভাবে কাটাই ?

প্রতিদিন আমাদের নামাজ পড়া ফরজ, কিন্তু ঐ দিনওতো পড়ি না । সবসময় মাথায় টুপি রাখ সুন্নত কিন্তু ঐ একটি দিনও তো আমরা তা করি না ।

আমাদের মাথা-চুল-পিঠ-গল- কান-পুরো বুক ওড়না দিয়ে ঢেকে রাখা ফরজ । আমরা তা করি না । আমরা এগুলো প্রদর্শন করে যাই । ছেলেরাও এসব দেখে এট্রাকশন ফিল করে । আর আমরাও আনন্দিত হই । এক দিনের জন্যও আমরা এসব হতে বিরত হই না ।

আমরা বাঙ্গালি হই একদিনের জন্য, কিন্তু আমাদেরকে মুসলমান হতে হবে সারা বছরের জন্য । আমাদেরকে যদি কেউ বলে আজকে কত তারিখ ? আমরা ইংরেজী, বাংলা দুটোই বলতে পারব । কিন্তু হিজরী তারিখ কি বলতে পারব ?

হে মুসলিম ভাই-বোনেরা । আমরা বাংলা, ইংরেজী নববর্ষ পালন করব - তবে তা অবশ্যই ইসলামী নীতিমালা মেনে । কিন্তু আমাদের ধর্মের দিকে তো খেয়াল রাখতে হবে । আমাদের সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে মালয়েশিয়া - সহ সারা বিশ্বের মুসলিম দেশগুলোর মতো হিজরী নববর্ষ পালন করতে হবে । আর এজন্য আমাদের উদ্যোগী হতে হবে ।



আজকের কুইজ:


১. আমরা কেন হিজরী নববর্ষ পালন করি বা করবো ?

২. আমরা কেন আমাদের জীবনের সর্বক্ষেত্রে হিজরী সন ব্যবহার করবো ?

৩. হিজরী নববর্ষের প্রথম দিন আমাদের কি করণীয় ?

৪. আমরা কেন বিশ্বব্যাপী একই বার ও একই তারিখে রোজা-ঈদ-হিজরী নববর্ষ –সহ ইসলামী সব অনুষ্ঠান পালন করবো ?

৫. হিজরী নববর্ষ পালন করলে কেন সোয়াব হবে ?

(এসব প্রশ্নের উত্তর আজকের পোস্ট ও আমার আগের লেখাগুলোতে রয়েছে । প্রয়োজনে বিভিন্ন বইয়ের সাহায্য নিতে পারেন । )

এসব প্রশ্নের সঠিক উত্তর যে বা যারা দিবেন তাকে বা তাদের ১০০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ড অথবা মুদারাবা বন্ড উপহার স্বরুপ প্রদান করা হবে ।

বিষয়: বিবিধ

২৭২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File