রাজনীতিতে ফরমালিন ।
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ১১ জুন, ২০১৪, ০১:১০:১৬ রাত
খাদ্য দ্রব্যে ফরমালিনের ব্যবহার খাদ্য দ্রব্যের পচন রোধ করে চকচকে ও সজীব দেখাতে সাহায্য করলেও খাওয়ার উপযোগীতা থাকে না । আর ঐ ফরমালিন যুক্ত খাবার গ্রহন করলে মানবদেহে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের রোগব্যাধির প্রার্দুভাব ঘটায় ।
কিন্তু রাজনীতিতে ফরমালিন ! এও কী সম্ভব ? এইতো সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার উক্তি-আওয়ামীলীগকে আরো একটু পচতে দিন, তাহলে আন্দোলন ছাড়াই বিদায় নিতে বাধ্য হবে । এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যরস করে বললেন-বিএনপিকে ফরমালিন দিয়ে টিকিয়ে রেখেছি ।
হয়তো ভাবছেন, শেখ হাসিনা কীভাবে বিএনপিকে ফরমালিন দিয়ে টিকিয়ে রেখেছেন ! শেখ হাসিনা মন্দ বলেননি, রূপক অর্থে ফরমালিন আর আন্দোলনের ইস্যুকে সমার্থক ধরলে ঠিকই বর্তমান সরকার একের পর এক আন্দোলনের ইস্যু(ফরমালিন) বিএনপির হাতে তুলে দিয়ে বিএনপির প্রয়োজনীয়তা ও অপরিহার্য্যতা বাড়িয়ে দিয়ে বিএনপিকে জনমনে বাঁচিয়ে রেখেছেন । ফরমালিন যুক্ত খাবারের ন্যায় বিএনপিও আন্দোলনের ইস্যুগুলোকে নাগরিকদের স্বার্থে ব্যবহার করতে পারছে না।
ফরমালিন যুক্ত খাবার যেমনি চকচকে লোভনীয় মনে হয়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে স্বাস্থ্যের জন্য কাজে লাগে না । বিএনপিও তেমনি বর্তমান সরকারের ব্যর্থতা থেকে প্রাপ্ত একের পর এক আন্দোলনের ইস্যুগুলোকে(ফরমালিন) নাগরিক স্বার্থ রক্ষায় কাজে লাগাতে পারছে না।
বিষয়: রাজনীতি
৩২৮৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
স্মৃতি মধুর ও বেদনা-বিদুর,জানিনা কোনটার প্রভাবে প্রভাবিত আপনি।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মেরুহীন বিরোধীরা বসালো যে দরবার।
বিএনপি এখন নং জিয়ার পর থেকেই ফরমালিনযুক্ত।
থ্যান্কস ভাই।
সুন্দর বিশ্লেষণ করেছেন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন