সোনার বাংলায় শোনার লোক নেই।
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ১৯ মে, ২০১৪, ১০:২১:৪৯ রাত
বলছি সবাই, যে যার মত । কে শুনছে কার কথা । শুনবার লোকের বড়ই অভাব । দু/চারটি কথা শুনলেও বিনিময়ে শুনিয়ে দেই দশটি কথা । শুনবার সময় নেই বলেও বলতে থাকি বিরামহীন ধারায় । সময় ঠিকই ব্যয় করি, তবে শুনে নয় বলে ।
শুনুক আর নাইবা শুনুক- হকার বলছে পণ্যের কথা, নেতারা বলছে ক্ষমতার কথা, টকশো সুশীলরা বলছে কোন না কোন নির্দিৃষ্ট দলের পক্ষে কথা, শিক্ষক বলছে জ্ঞানের কথা, রোগী বলছে রোগের কথা, ডাক্তার বলছে প্রাইভেট প্র্যাকটিসে ব্যবসায়ী সূলভ কথা, ফাঁসির দন্ড প্রাপ্ত আসামীকে বাঁচাতে উকিল বলছে শত-সহস্র অসত্য কথা, যুবক/যুবতী মুখে প্রেমের কথা, রাজনীতির হুজুররা বলছে নাস্তিক-মুরতাদের কথা, দলবাজ বুদ্ধিজীবি বলছে দলীয় কথা, সাংবাদিক বলছে হলদে কথা, সন্ত্রাসী বলছে মুক্তিপণের কথা, অফিস-আদালতে ঘুষের কথা, র্যাব-পুলিশ বলছে ক্রসফায়ারের কথা, ফরমালিন যুক্ত ফলমূলকেও তাজা বলে চালিয়ে দিতে ব্যবসায়ী বলছে মিথ্যা কথা, ছেলে আর বউ বুড়ো মা-বাবাকে বলছে বৃদ্ধাশ্রমের কথা, বুড়ো-বুড়ি বলছে নাড়ী ছেঁড়া ধনের কথা, গণজাগরন বলছে বিভক্তির কথা, জঙ্গিরা বলছে জেহাদী কথা, হেফাজত বলছে তেঁতুল কথা, যুদ্ধাপরাধীদের মুখে ইসলামী আন্দোলনের কথা, মুক্তিযোদ্ধারা বলছে ৪৩ বছরে ব্যর্থতার শতকথা, হাসিনা-খালেদা বলছে পরষ্পর পরষ্পরের দুর্ণাম-দুর্নীতির প্যাঁচালী কথা । কেউতো বলছেন না দল নিরপেক্ষ সার্বজনীন কথা ।
আর টিভি খুললেই দেখা যায় কথার অনুষ্ঠান-টকশোতে উঁচুতলার লোকজন মত্ত আছে আরো উপরে উঠার সিঁড়ির খোঁজে কুতর্কের মন্ত্রণা । কৃষক-শ্রমিক আর খেটে খাওয়া আমজনতার পক্ষে বলছেনা সেই উঁচুতলা । গার্মেন্টস কর্মী আর প্রবাসীদের টাকায় দেশটা চললেও তাদের কথাও ভাবছেনা আমাদের উঁচুতলা । এয়ারপোর্টে প্রবাসীদের ভাগ্যে জুটে হয়রানি আর শত-সহস্র জুট ঝামেলা । গার্মেন্টস কর্মীর ভাগ্যে জুটে দেয়াল চাপা আর লেলিহান আগুনে পুঁড়ে মরার অসহ্য যন্ত্রণা । এতো কথা বলছি আমরা, বলছি নাতো সোনার বাংলা বিনির্মাণের কারিগরদের কথা ।
তাইতো করছি দাবী- গণমাধ্যমে দিতে হবে উঁচু-নীচুর সংখ্যানুপাতে কথা বলার ক্ষমতা । বলবো মোরা যে যার মত আমজনতার অনুষ্ঠানে । যদিও জানি, কাজের কাজ কিছুই হবেনা, মিলিয়ে যাবে সব ইথারে । তবুও বলতে চাই সমান অধীকারের মর্যাদায় ।
বিষয়: বিবিধ
৪২৯৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুশীল আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সহমত রইলো, গরীবের পক্ষে কেউ কোন কথা বলে না।
যার কেউ নাই তার জন্য আল্লাহ্ আছে।
ধন্যবাদ।
ধন্যবাদ।
সাংকেতিক মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমাদের দাবীও একটাই। একমত আপনার সাথে।
ধন্যবাদ।
আপনাকে থ্যান্কস্ ।
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
মনে পড়ে গেল আপনার লেখা পড়ে। অনেক ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
আজকেও একটি পোষ্ট দিয়েছি,দেখবেন কিন্তু।
সবাই আমরা বৃত্তের বাইরেই সময় কাটাই,কি বলেন? ঠিক বলেনি।
আপনাকেও ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন