ইতিহাস নিয়ে তারেক রহমান ফাটালেন নতুন বোম

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ২৭ মার্চ, ২০১৪, ০৪:৫৩:৫৬ রাত

Click this link



মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি’র স্বাধীনতা দিবসের আলোচনায় শহীদ জিয়াকে তারেক রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উপস্থাপন করে বলেছেন- জিয়াই স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি ।


স্বাধীনতার ঘোষক কী, ঘোষক না-এ সম্পর্কিত তথ্য উপাত্ত কমবেশী আমরা সবাই জানি । তাই এ নিয়ে বিতর্ক করবো না ।

যাহোক, তারেক জিয়া ১/১১ এর নির্মম বাস্তবতার শিকার হয়ে লন্ডনে চিকিৎসা নিতে যান, চিকিৎসার প্রয়োজনে এখনও থাকতে হচ্ছে এমনটা নয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নিজের অনুকূলে নয় বিধায় এখনও ফিরে আসেননি । পরিস্থিতিকে জয় করা বা পরিস্থিতিকে মোকাবেলা করার মত রাজনৈতিক ব্যক্তিত্ব হলে অবশ্যই ফিরে আসতেন । তারেক জিয়া ফিরে আসবেন কি আসবেন না, তা আলোচনার বিষয় নয় ।

স্বাধীনতার ৪৩ বৎসর পর তারেক জিয়া লন্ডনে যে বোমাটি ফাটালেন, বধির হলে শুনতে পেতাম না, বয়সটা শিশু পর্যায়ে থাকলে বুঝতে পারতাম না বা আগ্রহ জন্মাতো না, ইতিহাস ও রাজনীতির রেকর্ড বুক না থাকলে অবিশ্বাস করতাম না । তারেক জিয়া লন্ডনের কোন রেষ্টুরেন্ট বা বারে বসে বন্ধু-বান্ধব পর্যায়ে নিজ বাবা জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বললে ভাবতাম একটু বেশী খেয়ে হুশ-জ্ঞান হারিয়েছেন, বাংলাদেশ সম্পর্কে জ্ঞানশূন্য কোন লন্ডনী বান্ধুবীর সাথে গল্পটি করলে ভাবতাম নিজ বাবা সম্পর্কে বাড়িয়ে বলে পটানোর চেষ্টা করছেন । কিন্তু উনি বক্তব্যটি দিয়েছেন লন্ডনে দলীয় নেতাকর্মীদের সামনে । এই বক্তব্যের পর উপস্থিত নেতাকর্মীরা হাততালী দিয়ে সমর্থন দিয়েছেন, এতে অবাক ও বিস্ময়াভূত হয়েছি । রাজনীতির নেতা ও কর্মীদের অবস্থা এই হলে দেশের ভবিষ্যতটা কী ? জানাবেন প্লীজ ।

তারেক জিয়ার জ্ঞাতার্থে এ যাবত কালিন দায়িত্বপালন করা সব প্রেসিডেন্টের লিষ্ট সংযুক্ত করা হল ।

১- শেখ মুজিবুর রহমান SheikhMujiburRehman. এপ্রিল ১১ ১৯৭১ জানুয়ারি ১২ ১৯৭২

২- সৈয়দ নজরুল ইসলাম

(অস্থায়ী) এপ্রিল ১২ ১৯৭১ জানুয়ারি ১০ ১৯৭২

৩- আবু সাঈদ চৌধুরী জানুয়ারি ১২ ১৯৭২ ডিসেম্বর ২৪ ১৯৭৩

৪- মোহাম্মদউল্লাহ ডিসেম্বর ২৪ ১৯৭৩ জানুয়ারি ২৫ ১৯৭৫

৫- শেখ মুজিবুর রহমান SheikhMujiburRehman. জানুয়ারি ২৫ ১৯৭৫ আগস্ট ১৫ ১৯৭৫

৬- খন্দকার মোশতাক আহমেদ আগস্ট ১৫ ১৯৭৫ নভেম্বর ৬ ১৯৭৫

৭- আবু সাদাত মোহাম্মদ সায়েম নভেম্বর ৬ ১৯৭৫ এপ্রিল ২১ ১৯৭৭

৮- জিয়াউর রহমান এপ্রিল ২১ ১৯৭৭ মে ৩০ ১৯৮১

৯- আব্দুস সাত্তার মে ৩০ ১৯৮১ মার্চ ২৪ ১৯৮২

১০- হুসেইন মুহাম্মদ এরশাদ Hussain Muhammad Ershad. মার্চ ২৪, ১৯৮২ মার্চ ২৭, ১৯৮২

১১- আফম আহসানুদ্দিন চৌধুরী মার্চ ২৭, ১৯৮২ ডিসেম্বর ১১, ১৯৮৩

১২- হুসেইন মুহাম্মদ এরশাদ Hussain Muhammad Ershad.ডিসেম্বর ১১, ১৯৮৩ ডিসেম্বর ৬, ১৯৯০

১৩- শাহাবুদ্দিন আহমেদ ডিসেম্বর ৬, ১৯৯০ অক্টোবর ১০, ১৯৯১

১৪- আবদুর রহমান বিশ্বাস অক্টোবর ১০, ১৯৯১ অক্টোবর ৯, ১৯৯৬

১৫- শাহাবুদ্দিন আহমেদ অক্টোবর ৯, ১৯৯৬ নভেম্বর ১৪, ২০০১

১৬- একিউএম বদরুদ্দোজা চৌধুরী ১৪ নভেম্বর ২০০১ জুন ২১ ২০০২

১৭- জমিরুদ্দিন সরকার জুন ২১, ২০০২ সেপ্টেম্বর ৬, ২০০২

১৮- ইয়াজউদ্দিন আহম্মেদ সেপ্টেম্বর ৬, ২০০২ ফেব্রুয়ারি ১২, ২০০৯

১৯- জিল্লুর রহমান Zillur Rahman ফেব্রুয়ারি ১২ ২০০৯ মার্চ ২০, ২০১৩

আব্দুল হামিদ (ভারপ্রাপ্ত) মার্চ ১৪ ২০১৩ এপ্রিল ২২ ২০১৩

২০- আব্দুল হামিদ এপ্রিল ২২ ২০১৩ থেকে বর্তমান পর্যন্ত ।

------০------

বিষয়: রাজনীতি

২২৮৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198564
২৭ মার্চ ২০১৪ রাত ০৪:৫৪
গেরিলা লিখেছেন : তারেক একটা ছাগল
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৫
148612
মহি১১মাসুম লিখেছেন : গেরিলা তারেক জিয়া ঘাস লতা পাতা খায় নাকি!
ও হ্যাঁ বুঝেছি, পাগলে কিনা বলে
ছাগলে কিনা খায়।
198565
২৭ মার্চ ২০১৪ সকাল ০৫:০৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : খাম্বার হাম্বা?
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
148614
মহি১১মাসুম লিখেছেন : রায়হান ভাই তারেক জিয়া-
খাম্বাতত্ত্ব ছেড়ে
ইতিহাস গবেষনায় হাত দিয়েছে।
খাম্বার দূর্ণাম দিবেন না প্লীজ।
ধন্যবাদ।।
198566
২৭ মার্চ ২০১৪ সকাল ০৫:৪৮
প্রবাসী মজুমদার লিখেছেন : পারিবারকি তন্ত্রের রাজনীতির ছায়ায় বেড়ে উঠা আমাদের রাজনীতি অনেকটা কেবলা বাবার দরগাহের রাজনীতির মতই। ইসলাম কি বলে বড় কথা নয়। বাবা যা বলেই তাই আসল কথা। তারেক জিয়া তাদেরই একজন বলে দলীয় কর্মীরা হাত তালি দিলেন। বাহ। থেংকু সোনার বাংলাদেশ।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১০
148615
মহি১১মাসুম লিখেছেন : সুন্দর যুৎসই মন্তব্যের জন্য
প্রবাসী ভাইকে ধন্যবাদ।।
198586
২৭ মার্চ ২০১৪ সকাল ০৮:৩০
নীরু লিখেছেন : ভবিষ্যত প্রধানমন্ত্রী!! বিএনপি নেতা,খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া বলছেন-জিয়া নাকী প্রথম প্রেসিডেন্ট,কি চমৎকার তথ্য যুক্তি! উপস্থিত হাততালি দেয়া কর্মীগুলো মূর্খ্য নাকী! কি উদ্ভট যুক্তি !!-ঘোষনা দিয়েছেন তাই প্রেসিডেন্ট। মুজিব নগরের অস্থায়ী সরকারের কি হবে,জ্বী হ্যাঁ প্রেসিডেন্ট সাহেব মানে তারেক জিয়ার বাবা তাহলে একজন সেক্টর কমান্ডার হয়ে ওসমানীর অধীন হলেন কেন, আর কেনইবা প্রেসিডেন্ট সাহেব বঙ্গবন্ধু সরকারের অধীন চাকুরী করলেন সামরিক বাহিনীর ২য় প্রধান হিসেবে।
জানিনা তারেক জিয়া শারীরিক চিকিৎসকের পাশাপাশি ম্যান্টাল ডক্টর দেখাচ্ছেন কিনা? খালেদা জিয়ার উচিত ছেলের সুচিকিৎসা করানো। না হয় আবার কী পাগলামী করে বসে।
তারেক জিয়ার জন্য দোয়া করুণ,শত হলেও বাংলাদেশের সন্তান বলে কথা।।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩২
148626
মহি১১মাসুম লিখেছেন : নীরু ভাই ভয়ের কথা
এই যদি হয় ভাবী প্রধানমন্ত্রীর ইতিহাস চর্চা।
তাহলে দেশ-জাতির কি হবে।
ধন্যবাদ।
198629
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:৫৩
বিন হারুন লিখেছেন : লিঙ্কটা দিলে আরো ভালো হতো না!
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
148496
বিন হারুন লিখেছেন : স্যরি, লিঙ্ক পেয়েছি
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩২
148627
মহি১১মাসুম লিখেছেন : ধন্যবাদ হারুন ভাই।
198657
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:১৬
নীরু লিখেছেন : তারেক ভাইয়ের মেরুদন্ডের সমস্যার কথা জানতাম। মাথায় এক্সরে করানো উচিত। ১/১১ এর হারামীরা মাথায় আঘাত করেছিল এমনটা শুনিনি।
নাকী মেরুদন্ড ও মস্তিষ্কের মধ্যকার কোথাও রক্ত সঞ্চালনে সমস্যা হচ্ছে। ভালো ডাক্তার দেখানো উচিত।।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
148628
মহি১১মাসুম লিখেছেন : ভাই আমিতো ডাক্তার না।
খালেদা জিয়াকে বলে দেখেন জিয়া অরফানেজ ফান্ডের টাকায় চিকিৎসা করানো যায় কিনা ।
ধন্যবাদ।
198736
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৩
হতভাগা লিখেছেন : তারেক জিয়া তুই শুধু একবার দেশে আয়
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৩
148658
মহি১১মাসুম লিখেছেন : হতভাগা ভাই এভাবে ক্ষ্যাপলেন কেন ?
এমনিতে সরকারের ভয়ে ম্যাডামের ছেলেটা দেশে আসতে পারছে না।
তার ওপর আপনিও দেখছি মহাক্ষ্যাপা।
একটু সহনশীল হউন। এতিমের প্রতি দয়াশীলদের আল্লাহ পছন্দ করেন।
ধন্যবাদ।।
198753
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৮
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এত বড় বেআক্কেল এর মতো কথা বলল কীভাবে ভেবে পাই না। এতটা নিচে না নামলেও চলতো।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৯
148660
মহি১১মাসুম লিখেছেন : বিএনপিমনা বন্ধু-বান্ধবদের কাছে শুনেছি,তারেক জিয়া লন্ডনে চিকিৎসার পাশাপাশি পড়াশুনা করছে।
এই যদি হয় জ্ঞানার্জনের বহর-জাতির খবর আছে।
ধন্যবাদ।।
198864
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আমরা সলকেই আছি নিজেদের তরে, পরের তরে নাই।
২৮ মার্চ ২০১৪ রাত ০১:০৫
148899
মহি১১মাসুম লিখেছেন : প্যারিসী ভাই পরের তরে আছে শুধুই পরনিন্দা ও অহেতুক পরচর্চা।
ধন্যবাদ।।
১০
198947
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : আসলে উনি মনে হয় বাবা নিয়ে আমার লেখাটা পড়েছেন। Thinking যার যার বাবা তার তার কাছে সুপারম্যান। Bee প্রেসিডেন্ট তো যথেষ্ট কমই বলেছেন। সবাই এত ক্ষেপলো ক্যান বুঝতেসিনা!!!! Silly
২৮ মার্চ ২০১৪ রাত ০২:১৪
148914
মহি১১মাসুম লিখেছেন : সুমাইয়া হাবিব সুন্দর বলেছেন-বাবা বলে কথা। অবাক হবেন কিনা জানিনা,আজকে খালেদা জিয়া ছেলেকে সমর্থন করে একই বক্তব্য আওড়ালেন।
খালেদা জিয়ার সমর্থনে দোষ খুঁজে পেতাম না,যদি তারেকের বয়স ৫/৬ হতো। বাচ্চাদের অনেক কথায় মা-বাবাকে হ্যাঁ বলতে হয়,ছেলে-মেয়েকে খুশী করতে।

আপনার বাবাকে নিয়ে লিখাটি পড়েছি,চমৎকার উপস্থাপনা আপনার।
ধন্যবাদ।।
২৮ মার্চ ২০১৪ রাত ০২:৫৮
148917
বৃত্তের বাইরে লিখেছেন : সুমাইয়া আপনি অনেক বুদ্ধিমতিHappy ধন্যবাদ আপনাকে। সব সন্তানের কাছে তার বাবা সেলিব্রেটি, ভিআইপি, প্রেসিডেন্ট, সুপারম্যান আরও অনেক কিছু। দেশের মানুষ যে কেন এত আবেগপ্রবণ বুঝিনা। আমি আসলে আপনার উত্তরটা দিতে চেয়েছিলাম,দেরী হয়ে গেল।
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫২
149076
সুমাইয়া হাবীবা লিখেছেন : Tongue Tongue <:-P
১১
198951
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
সাদাচোখে লিখেছেন : দূর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত বাংলাদেশের নেতা নেত্রীদের ভিশন বা দেখার শক্তি সম্ভবতঃ দৈব কোন কারনে মাথার পেছনে গিয়ে পৌছেছে।

স্বভাবতঃ ওনারা জাতিকে আগামী কিংবা সামনের কিছু না শুনিয়ে গত দিনের তথা পেছনের গল্পগাঁথা ও কবিয়ালী কিচ্ছা কাহিনী শুনিয়ে জাতির হাসি তামাশার খোরাক জোগাচ্ছেন।
২৭ মার্চ ২০১৪ রাত ১১:৫৯
148893
মহি১১মাসুম লিখেছেন : সাদা চোখে আপনি রাজনৈতিক নেতাদের যে দৈবকান তত্ত্ব নিয়ে আসলেন,তার সাথে শতভাগ সহমত রইলো।
মজার বিষয় হচ্ছে ছেলের আবিস্কৃত ইতিহাসকে আজকে সমর্থন করে বক্তব্য রাখলেন বেগম খালেদা জিয়া। মূর্খ্যতারও একটা সীমা থাকে,মা-ছেলে বোধহয় তাও অতিক্রম করার চেষ্টা করছে। ওনাদের জন্য দোয়া করবেন,যেন আরো নতুন নতুন ইতিহাস জাতিকে উপহার দিতে পারে।
ধন্যবাদ।।
১২
199070
২৮ মার্চ ২০১৪ সকাল ০৬:১৭
আনিসুর রহমান লিখেছেন : সেলুকাস বিচিটরো(আজব) এই জাতি
তার চেয়ে আজব তাদের নেতা-নেত্রী
That is why we looking our freedom after long 43 years!!!!
২৮ মার্চ ২০১৪ সকাল ০৬:৩৭
148929
মহি১১মাসুম লিখেছেন : আনিস ভাই সত্যি বলেছেন আজগুবি সব কথা বলতে পারঙ্গম আমাদের আজব নেতা-নেত্রীরা। তাই সম্ভবতঃ জাতির জীবন থেকে গজব মুক্তি ঘটছে না।
ধন্যবাদ আপনাকে।
১৩
199964
২৯ মার্চ ২০১৪ রাত ০৯:০০
মাটিরলাঠি লিখেছেন : যে যা বলে, তাই শুনে যাই।
০৩ এপ্রিল ২০১৪ রাত ১১:২৫
151890
মহি১১মাসুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে । সত্যিই , আপনি যে শুধু মাটির লাঠি- তা নয়,মাটির মানুষও বটে । না হয় এতো শোনার ধৈর্য্য পেলেন কোথায়!
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:০৬
151895
মাটিরলাঠি লিখেছেন : জ্বী ভাই। এর আগে শুনেছি, কারো দাদা/পরদাদা বাঘের পিঠে চড়ে এদেশে এসেছেন।
১৪
200220
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৬
egypt12 লিখেছেন : ১৯৭১ নিয়ে আর ক্যাচাল না করে সামনের দিকে দেখা উচিত
০৩ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৪
151892
মহি১১মাসুম লিখেছেন : ধন্যবাদ । আপনার পরামর্শের সারবার্তা আর বিগত পাক পররাষ্ট্রমন্ত্রী হীনা রাব্বানীর(বাংলাদেশ সফরে এসে) পরামর্শ হুবহু এক। মাইন্ড করবেন না প্লীজ,একাত্তরকে ক্যাচাল সবার পক্ষে বলা সম্ভব নয়।
১৫
202197
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
ইবনে আহমাদ লিখেছেন : স্বাধীনতা দিবস আমাদের কোনটি?
একটি স্বাধীন দেশ হলে তার প্রেসিডেন্ট হাতে হয় কি না?
২৬ শে মার্চ থেকে নিয়ে ১০ এপ্রিল পর্যন্ত কে ছিল প্রেসিডেন্ট?
ছাগলকে পাগলের মত তাড়ালে নিজে বড় পাগল হতে হয়।
০৩ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৬
151894
মহি১১মাসুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File