এরশাদকে দখলে আনতে বিএনপির ব্যর্থতার কারন কী ??

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ২৫ নভেম্বর, ২০১৩, ০৫:২৭:০৫ সকাল





এরশাদের জাতীয় পার্টিকে বিএনপি তাদের দখলে আনতে পারেননি । এরশাদের রাজনীতি, কথাবার্তা, আচরন ও বহুমুখিতা নিয়ে হাজারো বাস্তব ভিত্তিক সমালোচনা আছে সত্য কিন্তু বড় দুইটি দলের নির্বাচনী রাজনীতিতে প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি । তাই নির্বাচন ঘনিয়ে আসলে এরশাদের কদর বেড়ে যায়, শুরু হয় দুই দলের টানাটানি আর সুযোগ বুঝে এরশাদও দুই হাতে কামিয়ে নেন । এইতো সেদিন পর্যন্ত এরশাদ বর্তমান সরকারকে গালমন্দ করলেন, সরকারের সাথে থাকলে জনগন থুথু দিবেনও বলেছেন অথচ পরদিন সদলবলে সর্বদলীয় (!) সরকারে যোগ দিলেন । এতে এরশাদ কতটুকু লাভবান হয়েছেন, তা পর্দার অন্তরালের ব্যাপার । তবে প্রকাশ্য বড় ক্ষতিটি হয়েছে বিএনপির । এতোদিন বিএনপি এরশাদকে পাত্তাই দেননি অথচ এখন ক্ষোভ দুঃখ ও রাগের অন্তনেই, বিএনপিমনা প্রতিটি মানুষ এরশাদ ধীক্কারে ডিকশনারীর সব গালমন্দই ব্যবহার করছেন ।

এরশাদ ছাড়াই জয়ের ব্যাপারে খালেদা জিয়া অতিরিক্ত কনফিডেন্ট ছিলেন । খালেদা জিয়ার কথায় সেই দম্ভ প্রকাশ পেয়েছে, বলেছিলেন এরশাদ মহাজোট ছাড়লে এরশাদের সাথে বসবেন এবং ১৮দলীয় জোটে নিবেন, নচেৎ নয় । কিন্তু খালেদা জিয়ার দরকার ছিল এরশাদকে গোপনে কনফার্ম করে রাখা এবং জেল-জুলুম থেকে রক্ষার জন্য মহাজোটে থাকতে দিয়ে মহাজোটের অভ্যন্তরে গোপন চড়ের দায়িত্ব দেয়া এবং ঠিক শেষ সময়ে এরশাদকে বের করে নিয়ে আসা । আর তা করতে না পারায় অনেক বড় মূল্য দিতে হচ্ছে । এটাও হতে পারে খালেদা জিয়া ভেবেছিলেন বিএনপি না ডাকলেও এরশাদ আসতে বাধ্য, বরং ডাকলে অতিরিক্ত দরকষাকষি করবে । এছাড়া এরশাদ মহাজোট সরকারের কাছে অবহেলিত ছিলেন, যা প্রতিনিয়ত এরশাদের ক্ষোধক্তিতে প্রকাশ পেত । এছাড়া বিএনপি ভেবেছিল এরশাদকে জোটে না নিলেও আওয়ামী জোটে নয়, এরশাদ একাকী নির্বাচন করবে, এরশাদের হাঁকডাকেও তেমনটি ছিল । এছাড়া বিএনপিকে ছাড়াই আওয়ামীলীগ তাদের ১৪দলীয় জোট, এরশাদের জাতীয় পার্টি ও অন্যান্য নাম সর্বস্থ দল নিয়ে নির্বাচনী রিস্ক নিবে, মূলতঃ তা বিএনপি ভাবেননি।

মোটকথা বিএনপির ব্যর্থতায় এরশাদ এখন আওয়ামীলীগের রঙ্গমঞ্চে।

বিষয়: রাজনীতি

১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File