ব্লগার রাজীবকে খুন করেছে ৭১ এর নরপিচাশরা
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩১:৫৬ রাত
ব্লগার রাজীবকে খুন করেছে ৭১ এর নরপিচাশের অনুচর জামাত শিবির চক্র।
গনজাগরণ মঞ্চের আন্দোলনকে মুখোমুখি সংঘর্ষে দাঁড় করিয়ে কি ফাঁয়দা তুলতে চায় জামাত শিবির চক্র?
গনজাগরণ মঞ্চের কর্মি রাজীবকে খুনের উদ্দেশ্য কি?
সচেতন নাগরিকদের ভাবনা-
১। গনজাগরণ মঞ্চের কর্মিদের মাঝে ভয় ভীতি সঞ্চারের চেষ্টা করা।
২। নাগরিক সহিংসতা ছড়িয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করা।
৩। জেলা উপজেলা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের জামাত শিবির কর্মীর মনোবল বৃদ্ধির জন্য রাজধানী ঢাকায় ব্লগার রাজীবকে খুন করা। মফস্বলের কর্মিদের মাঝে ঢাকার অবস্থান জানান দেয়া।
গণজাগরণ মঞ্চের তারুণ প্রজন্ম যা করা উচিত।
যুদ্ধাপরাধীদের বিচারকে গণজাগরণ মঞ্চ দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ হিসেবে নিয়েছেন।
কিন্তু ঘোষনাতেই সীমাবদ্ধ থাকলেন, আর এ দিকে জামাত শিবির হামলে পড়েছে রাজীবের ওপর । খুন করেছে নৃশংস ভাবে।
আমার বিবেচনায় এখন কাজ একটাই--
পাড়া মহল্লায় সর্বদলীয় জামাত শিবির প্রতিরোধ কমিটি গঠন করে সরাসরি মোকাবেলার মাধ্যমে দমন করতে হবে।
আসুন, সাহসের সাথে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধটি সমাপ্ত করি।
বিষয়: রাজনীতি
২২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন