হুজুর বাবু নগরীর আদালতে দেয়া জবানবন্দী ও কিছু কথা।

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ২১ মে, ২০১৩, ১১:০১:২৩ রাত



হুজুর বাবু নগরীর আদালতে আজ জবানবন্দী দিয়েছেন। এ নিয়ে বলার আগে ঐ দিন যা ঘটেছিল,তা হচ্ছে-গাড়ী দোকান ভাংচুর ও আগুন দেয়া,ব্যাংকের বুথ ও স্টেডিয়ামে ভাংচুর,ফুটপাতে কোরআন শরীফ সহ ধর্মীয় বই ও কাপড়ের দোকানে আগুন দেয়া,রাস্তার আইল্যান্ড ওপরে ফেলা,আইল্যান্ডের গাছ কেটে ফেলা ইত্যাদি ধ্বংসাত্মক কাজ।

এতদিন যাবত এ নিয়ে কাঁদা ছোড়াছুড়ি হয়েছে কিন্তু আজকে আদালতে বাবু নগরী বললেন-

এক) ধ্বংসাত্মক কাজগুলি জামাত-শিবির, ছাত্রদল যুবদল ও হেফাজত কর্মীরা করেছে।

দুই) সমাবেশের আর্থিক যোগান জামাত ও বিএনপি দিয়েছে।

তিন) এসব কাজের জন্য বাবু নগরী অনুতপ্ত বলে জানিয়েছেন।

আমার জিজ্ঞাসাঃ

১। জবানবন্দীর স্বীকারোক্তিগুলি সত্য নাকি মিথ্যা?

২। সত্য হলে ওনারা অন্যের টাকায় ভাড়াটিয়া হয়ে টাকা কামানোর কৌশলে কেন ধর্মপ্রাণ মানুষ ও কোমলমতি অনাথ দরিদ্র পরিবারের বাচ্চা ছাত্রদের ঢাল হিসাবে অনৈতিকভাবে ব্যবহার করলেন। ধর্মমতে এটি শাস্তিযোগ্য পাপ কি?

২। মিথ্যা হলে আসলে ঐ কাজগুলি কারা করেছে? হুজুর ভয়ে জবানবন্দীতে মিথ্যা বললে,এই মিথ্যার জন্য পাপ হবে কি?

বিষয়: রাজনীতি

৩২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File