কথা দিয়ে কথা না রাখা মিথ্যা তথ্য বা কথা বলা অন্যের সম্পদ ধ্বংশ -ইসলামে কি বলে?
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৭ মে, ২০১৩, ১২:৩৫:১৫ রাত
কথা দিয়ে কথা না রাখা
মিথ্যা তথ্য বা কথা বলা
অন্যের সম্পদ ধ্বংশ করা
-ইসলামে কি বলে?
সাধারনতঃ আমাদের রাজনীতিবিদদের মিথ্যা বলা,কথা দিয়ে কথা না রাখা, অন্যের সম্পদ নষ্ট করা,লুটে নেয়া, জনগন দেখে অভ্যস্ত। তাই জনগন রাজনীতিবিদদের ঘৃণা করে এবং পাপীষ্ট মনে করে।
এই বুড়ো বয়সী, সন্মাণিত, ধর্মীয় বুজুর্গ হুজুররা-
সমাবেশের জন্য রাষ্ট্র থেকে নির্ধারিত সময় নিয়ে,পরবর্তীতে কথা না রাখাটা ইসলামে পাপ কিনা?
চট্রগ্রামে একাত্তর টিভির সাংবাদিককে পিটায় হেফাজতের কর্মীরা কিন্তু সাংবাদিকদের প্রশ্নোত্তরে বুড়ো হুজুর বাবু নগরী মিথ্যা তথ্য দিয়ে বললেন এরা ছাত্রলীগের অনুচর। এই মিথ্যার শাস্তি ইসলামে কি?
গত দিন ফুটপাতের দোকানপাট নষ্ট বা ধ্বংসের জন্য ইসলামে কি শাস্তি নির্ধারিত আছে?
উপরোক্ত কুকর্ম সম্পাদনকারীর ইমামতিতে নামাজ পড়ার ক্ষেত্রে ইসলাম কি বলে ?????
বিষয়: রাজনীতি
২৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন