ত্যাগ ধৈর্য্য ও অভিজ্ঞতার পরাকাষ্টা -ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। -নিন্দুকেরা বয়স নিয়ে বাড়াবাড়ি করছে।।
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ১৭ এপ্রিল, ২০১৩, ০৪:৫৭:৪৬ রাত
ছাত্র নেতারা ছাত্রদের ন্যার্য্য অধিকার ও দাবী পূরনে নেতৃত্ব অর্থাৎ অভিভাবকত্ব করবে।
ছাত্রের বাবারা ছাত্রদের নেতৃত্ব দিলে ছাত্র সমাজ বাবার ন্যায় যোগ্য অভিভাবকের সেবা পাবে।
এতে খারাপ কি? বাবা তুল্য নেতার নেতৃত্ব ছাত্রদের কল্যান বয়ে আনবে।
বলতে পারেন, অন্য সব সংগঠন এই রকম নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারলে সকল ছাত্র সমাজ উপকৃত হবে,
যোগ্য অভিভাবকের সেবায়। বাবা তুল্য নেতা কখনই সন্তান তুল্য কর্মীর ক্ষতি করবে না। বরং নেতা কর্মীর মধ্যে স্নেহ ভালবাসা বাড়বে।
দুঃখ হয়, সাংবাদিকরা ছাত্র দলের এই ইতিবাচক দিকটাও নেতিবাচক ভঙ্গিতে উপস্থাপন করল।
এতে ত্যাগ দায়িত্বশীলতার দিকটা চোখে পড়ল না। যোগ্য নেতা, যোগ্য অভিভাবকের উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত ।
ছাত্র দলের বর্তমান কমিটি।
ওনাদের প্রতি সালাম রইল।
ওনাদের আশির্বাদ যেন সব ছাত্রের ভাগ্যে জোটে।।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নেতৃত্ব বাছাই কমিটিকে।
বিষয়: রাজনীতি
১৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন