ব্লগার ইমরান সাহেব এখন গর্জন ছেড়ে অনুরোধ করেছেন !!!!
লিখেছেন লিখেছেন গরমিল ১৩ মার্চ, ২০১৩, ০২:১৮:৪৫ দুপুর

হেফাজতে ইসলামের যুগ্ন মহাচিব মাওলানা মাঈনউদ্দিন রুহি ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ব্লগারদের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন। আজ বুধবার সাংবাদিকদের তারা বলেন, নাস্তিক ব্লগারদের সাথে কোন আলোচনার প্রশ্নই আসে না। বরং এদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে।
নেতৃবৃন্দ বলেন, যারা অনলাইনে, ব্লগে নিজেদের নাস্তিক বলে পরিচয় দিয়ে নবী রাসুলকে কটা করে তাদের সঙ্গে কিসের বৈঠক। আমরা পুলিশ কমিশনারকে সরাসরি জানিয়ে দিয়েছি যুদ্ধাপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা জেহাদ ঘোষণা করেছি ওইসব ব্লগারদের বিরুদ্ধে। যারা ধর্মের বিরুদ্ধে লিখে লোকজনকে উসকে দিচ্ছেন। এ ব্যাপারে বিকেলে তারা বিস্তারিত জানাবেন বলে জানান।
ঢাকার শাহবাগ থেকে মঙ্গলবার রাতে হাটহাজারী মাদ্রাসার হেফাজতে ইসলামের আলেম ওলামাদের সঙ্গে কথা বলার ঘোষণা দেন ব্লগাররা। তারা জানান, দেশব্যাপী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে হেফাজতে ইসলামের সহযোগিতা চাইবেন । কর্মসূচি প্রত্যাহারের জন্য আলেমদের অনুরোধ করবেন তারা। এই বিষয়ে কথা বলতে ব্লগার ইমরানসহ আরও বেশ কয়েকজন সংগঠক চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে।
নয়া দিগন্ত
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন