আওয়ামী লীগের উদারাময় হয়েছে, খেয়ে পেটে হজম করতে পারছে না
লিখেছেন লিখেছেন গরমিল ১২ মার্চ, ২০১৩, ০৫:১৮:৪৫ বিকাল
বিএনপির নেতাদের ছেড়ে দেয়া হবে : হানিফ
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৩
স্টাফ রিপোর্টার : সোমবার দলীয় কার্যালয় থেকে আটক বিএনপির শীর্ষনেতাদের শিগগির ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু উল আলম হানিফ। একই সঙ্গে তিনি বলেছেন আটক নেতাদের নিয়ে আইনগত কোন সমস্যা না থাকলে তারা মুক্তি পাবেন। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী অবস্থানের সময়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। হানিফ গতকাল বিএনপি কার্যালয়ে পুলিশি তল্লাশির ব্যাপারে বলেন, তারা অফিসের ভেতরে না ঢুকে আরেকটু ধৈর্যের পরিচয় দিতে পারতো। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগের বিষয়ে সাংবাকিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার উদ্বিগ্ন না।
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন