এতদিন জানতাম জামায়াত-শিবির আওয়ামিলিগ এর যম ছিল এখন নাকি পরিবেশের যম হয়েছে (?) !!!!!!!!

লিখেছেন লিখেছেন গরমিল ০৫ মার্চ, ২০১৩, ০১:৩২:৫৮ দুপুর

জামায়াত-শিবিরের নির্মমতায় প্রাণ হারাল ১০ হাজার গাছ!



প্রথম আলো, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | তারিখ: ০৫-০৩-২০১৩

সড়ক অবরোধ করতে এভাবেই কেটে ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি

চট্টগ্রামের ফটিকছড়িতে গত দুই দিনের হরতালে জামায়াত-শিবিরের নির্মমতায় প্রাণ হারাল অন্তত ১০ হাজার গাছ। পরিবেশবাদীরা বলেছেন, গাছ কেটে ফেলায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার নাজিরহাট-কাজিরহাট সড়কের ১৬ কিলোমিটার অংশে অন্তত তিন হাজার গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। এতে যাতায়াত সম্পূর্ণ বন্ধই ছিল। এ ছাড়া গহিরা-হেঁয়াকো সড়কের ২৭ কিলোমিটার অংশে প্রায় দুই হাজার গাছ কেটে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিসসহ প্রশাসনের লোকজন দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে এসব গাছ অপসারণ করেছেন। এ সময় ইউএনও বলেন, গাছগুলো নির্মমভাবে নিধন করা হয়েছে। জামায়াতের তাণ্ডবে পরিবেশের ওপর প্রভাব পড়বে।

সূত্র জানায়, উপজেলায় সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডির আওতাধীন সড়ক রয়েছে এক হাজার ৪৬৯ কিলোমিটার। এসব সড়কে গত বছর পর্যন্ত ৯০ হাজার গাছ লাগানো হয়। এসবের মধ্যে মেহগনি, আকাশমণি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন জাতের গাছ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লাহ খান বলেন, ৮০ কিলোমিটার সড়কের পাশে লাগানো অন্তত দুই হাজার গাছ দুই দিনে হরতাল-সমর্থকেরা রাতের অন্ধকারে কেটে সাবাড় করে।

উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, এলজিইডির আওতাভুক্ত এক হাজার ৩৮৯ কিলোমিটার সড়কে প্রায় ৮০ হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। দুর্বৃত্তরা দুই দিনের হরতালে প্রায় আট হাজার গাছ নিধন করেছে।

উপজেলা জামায়াতের আমির হাবিব আহমদ গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, জামায়াত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে। শাসক দল অপপ্রচার চালাচ্ছে।

পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক আনোয়ারুল ইসলাম বলেন, গাছ কাটার ফলে পরিবেশ তার ভারসাম্য হারাবে। পরিবেশের উপাদান গাছ কাটা দুঃখজনক।

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File