এক বৃন্তের গান
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ১০ জানুয়ারি, ২০১৩, ১২:২৯:৩০ রাত
জীবনের জন্য লেখতে হবে
মানবের জয়ও গান,
আজাদির তরে লড়তে হবে
ভাঙ্গো সবে আগাল।
আগদুয়ার রুদ্ধ করে
হৃদয়ের দার খোলো,
কান্তার পথে আগুয়ান হও
এক কেতনে লড়ো।
ভাঙ্গো ভেদাভেদ হীন্দু মুসলিম
হোকনা খ্রীষ্টান,
সঙ্কীর্তন সবারি মূখে
এক বৃন্তের গান।
#
বিষয়: সাহিত্য
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন