শিশুর জবান বন্দী
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ১১ অক্টোবর, ২০১৩, ০৫:৩৮:৫৭ বিকাল
বাবার ঔরস্যে যখন আমি মায়ের গর্ভে ডিম্বাকৃতির
তখন থেকেই আমার গর্ভধারিনী মা
অনিষ্টাশন্কা মুছে ফেলে
আমায় নিয়ে কতই না স্বপ্ন দেখেছে;
দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে বলেছে,
যদি আমার মেয়ে হয়,তাহলে বিমানের পাইলট বানাবো
আর যদি ছেলে হয়,তাহলে ডাক্তার;
এই ভাবে দুই মাস, তিন মাস করে,দশ মাস দশ দিনের
ঠিক একদিন আগে দেশের প্রাচী নভস্থল আলোকিত করে
সকালের রবি কেবলি উঠেছে,
ঠিক তখুন প্রসবের ব্যাথায়,ছটফট করতে করতেই ভূমিষ্ঠ হলো
একটি ফুটফুটে অভিক শিশু,জন্মের সাথে সাথেই
বিধাতার প্রচলিত ভাষায় কেঁদে উঠলো অমৃতোপম,
সেই কান্না! কবির ভাষায় বলতে লাগলো
আমি তোমাদেরী একজন,আমি বাঁচতে চায়,
আমি বিশুদ্ধ অক্সিজেন চাই;
আমি পাখির কল-কাকলীর সুর,
হৃদয়ের বিনা তারে মেশাতে চায়।
আমি একটা পরিবেশ চাই, যেথায় থাকবে না
দুর্নীতির দুঃষ্পাপ্য লীলাখেলা
যেথায় থাকবে না শ্রেনী বিভেদ
লাঞ্চনার নীল মঠ;
থাকবে না মানবালয়ে কৃত্রিম হাসি।
আমি এমন একটি পরিবেশ চাই
যেথায় থাকবে না বারুদের গন্ধ,
মাদকাসক্তের কেনাবেচা।
আমি সব শিশুর জবান বন্দী দিচ্ছি
আমি যা বলছি তা লিপিবদ্ধ কর,
তোমাদের বুদ্ধি বিদ্যায়।
আমি সব মায়েরী বক্ষের ধ্বন,অবুঝ শিশু,
আমি চায়নাহতে অভব্য অপয়া,কুলাংগার ছেলে।
আমার প্রত্যাশা পূরণের আর্জি,
তোমাদের কাছে ছুড়ে দিলাম,
আমি আসছি,আজ এসেছি আবার আসবো
প্রতিক্ষণ প্রতিদিন;
একটি অমর্ত্য, সজীব বসবাসের স্থান পাবো তো?
#
বিষয়: সাহিত্য
১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন