রাতের রানী?

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ১০ অক্টোবর, ২০১৩, ০৫:৫০:৩৮ বিকাল

লাল ফিতায় বেয়ানী জোড়া

পটল চেরা আঁখি,

ফ্রেস পাউডার কপলে তার

মারতেছিল উঁকি;

সময়টা যে কতো-সারাদিন গত হয়ে

রাত দেড়টা মত;

রাস্তা প্রায় ফাঁকা

লাইট পোস্টের নীচে বসে

সেই মেয়েটি একা,

এগিয়ে গেলাম কাছে

কাছে যেতেই কাজল চোখে

ফ্যালফ্যালাইয়া হাসে।

জিজ্ঞাসিলুম তার

এত রাতে কোন বিপদে

রাজ পথেতে পড়ে?

আমায় বলে ন্যাকা

ভাজা মাছ উল্টে তুমি

খাওনি বুঝি একা?

রসের কথা ছাড়ো

টাকা আমি পাঁচশ নেবো

সংখ্যা কজন বলো?

আমি বলি কিরে-

এই মেয়েটি এই পথেতে কেমন করে এলে?

এইনা কথা ছোড়া

ঠিক যেন কাঁচের গ্লাস ভাঙলো এক জোড়;

বললো আমায় কেঁদে

বুকের ভিতর ব্যাথা

যেন দিলো আমায় সেধে।

গ্রামের সহজ সরল সখিনা তার নাম

এই সমাজে দিয়েছে তার

এই পথেতে নাম।

আমরা যারা সমাজপতি

গলাবাজি করি,

ইচ্ছা হয় আমি তাদের

লাল জিহ্বাটা ছিড়ি।

নিজের মেয়ে নিজের কাছে

কত স্বপ্ন সাধের,

ফুটপাতের এই মেয়েরা

শিকার হলো কাদের?

বিষয়: সাহিত্য

১৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File