কিতাব বড় না মানুষ?
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৯:১১ রাত
মানুষ হচ্ছে শ্রেষ্ঠ্য,
আসমানী কিতাব নয়;
কিতাবের কি সাধ্য আছে
মানুষের মত হয়?
মানুষ পারে হিসেব নিকেস,
আছে- ন্যায় অন্যায় জ্ঞান,
তবে কিতাব মানুষের চেয়ে
শ্রেষ্ঠ হইবো ক্যান?
হতে পারে মাবুদের বানী
সেইটা আমি জানি,
মানুষের চেয়ে কিতাব বড়
এটা কভু না মানি।
হয়তো বলবে ধর্মের কথা
কিতাবেতে আছে লিখা,
এই কিতাব পড়ে দেখেছি
সেখানেও মানুষের দেখা।
তৌরাত জাব্বুর ইঞ্জিল কোরআন
রেখে আসো কোন খানে
মনে রেখো কেবল তুমি একা
অন্য কেউনা জানে,
দশ বছর পর দেখবে গিয়ে
যেখানে রেখেছো কিতাব
ঝড় বৃষ্টি রোদ তারওপরে গেছে
রক্ষা পয়নি কিতাব।
কিতাব কিছু করতে পারে না
মানুষকে করতে হয়;
মানুষের মাঝে আল্লাহ আছেন
মানুষরে কর জয়।
মানুষ যদি মানতো না কিতাব
স্বীকৃতি পেতো কি বলো,
ধর্মের বেলায় একই কথা
মানুষ‘ই স্বীকৃতি দিলো।
এখনো কিছু অধম আছে
যদি তাকে কেউ বলো,
মানুষ বড় না কোরআন বড়
আমায় এবার দেখি বলো;
এক বাক্যে বলবে সে
মানুষের কি সাধ্যি আছে
আল্লাহর কোরআন তুচ্ছ হয়
রাখিলে মানুষের পাশে।
মানুষ যদি না মানতো
এই আসমানী কিতাব,
তবে কি সে পূর্ণতা পেতো
কষে দেখ অংকের হিসাব।
বলি ধর্মকর্ম বিধাতার নয়
মানুষেরী ধর্ম দেয়া,
পৃথিবীর সব মানুষের লাগি
সেই মানুষের করো মায়।
কিতাবের লাগি ধর্মকর্ম
মানুষকে দাও গালি
এই কিতাবের পূর্ণতা দিতে
খেলো রক্তের হুলি।
মানুষ মেরে কিতাব প্রতিষ্ঠা
মেলেনা হিসাবের খাতা,
অনেক কষেছি হিসেবের অংক
ধরে যায় মাথা ব্যথা।
সব কিতাব পড়ে একটি কথা
কেবলী দেখতে পায়,
সবার উপর মানুষ সত্য
তাহার উপরে নাই।
#
বিষয়: সাহিত্য
১৬৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন