ডা: জাকির নায়েক নিজেও ব্লগার সেওকি নাস্তিক?
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ১০ এপ্রিল, ২০১৩, ০২:০৬:২৮ রাত
ডা: জাকির নায়েক নিজেও ব্লগার সেওকি নাস্তিক? হেফাজেতে ইসলাম ও জামায়াত-শিবির বলবেন কি? ব্লগে হয়তো হাতেগুনা দুএকজন নবী রাসুলকে কটাক্ষ করে কিছু লিখেছে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ব্লগার আছে যারা আল্লাহ্ ও নবী রাসুলদের নিয়ে মজার মজার পোস্ট দিয়েছে তারাও নাস্তি। এই মুহুর্তে আমি অনেক শিবির ক্যঅডারদের নাম বলতে পারবো তার ব্লগে লিখে। কিন্তু তারাওকি নাস্তিক? আমি সেলিম জাহাঙ্গীর হেফাজতে ইসলামের নেতাদের বলছি। মানুষের কথায় রাসুলের ইজ্জত যায়? এত খাটো করছেন রাসুলকে। রাসুলকি এতটা ঠুন্ক বিষয় যে, মানুষের কথায় ইজ্জত যাবে? কোন ব্লগার কিংবা মানুষের কথায় রাসুল এমনকি ধর্ম নষ্ট হয়না। নষ্ট হয় সেই নিজে যিনি এগুলো নিয়ে মন্তব্য করেন। “মানুষের জন্যেই ধর্ম, ধর্মের জন্যে মানুষ নয়“। হযরত মুহাম্মদ (সাঃ)। তিনি বলতেন: “আদ-দীন আন-নাসীহা”; অর্থাৎ কল্যাণকামনাই ধর্ম। মানবপ্রেম আর দয়ার আদর্শ প্রচার’ই ছিলো তার মূল লক্ষ্য। তিনি কেবলী বলতেন, “শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি, যে মানুষের কল্যাণ করে।” আর “প্রকৃত মুসলিম সে-ই, যার হাত ও মুখ থেকে সবাই নিরাপদ”।
বিষয়: বিবিধ
৫০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন