এইডস নিরাময়ে ভেষজ হাসপাতাল’
লিখেছেন লিখেছেন তাইন ০২ জানুয়ারি, ২০১৩, ০৩:০২:১১ দুপুর
এইডস রোগীদের ভেষজ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ১ হাজার ১শ’ ১১ শয্যার হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মেহ।
মঙ্গলবার নুতন বছরের স্বাগত ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে তিনি বলেন, “এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রতি ছয়মাসে ১০ হাজার এইচআইভি/এইডস আক্রান্ত রোগীকে প্রাকৃতিক ওষুধের মাধ্যমে চিকিৎসা দিতে পারবো।”
২০১৫ সালের মধ্যে হাসপাতালটি কাজ শুরু করতে পারবে বলে এসময় আশা প্রকাশ করেন তিনি।
২০০৭ সালে প্রেসিডেন্ট জাম্মেহ জানিয়েছিলেন, তিনি সেদ্ধ গুল্ম ব্যবহার করে এইডস নিরাময়ে একটি উপায় খুঁজে পেয়েছেন।
তার এই বক্তব্যে পশ্চিমা চিকিৎসা বিশেষজ্ঞরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অসুস্থদের মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করেছিলেন।
অক্টোবরে জাম্মেহ জানিয়েছিলেন, তার ভেষজ চিকিৎসায় ৬৮ জন এইচআইভি/এইডস রোগী রোগমুক্ত হয়েছেন। পাঁচ বছর আগে চিকিৎসা শুরু হওয়ার পর এরা সপ্তম ব্যাচের রোগী ছিল বলে জানিয়েছিলেন তিনি।
জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে, জাম্মেহ’র এইচআইভি/এইডস চিকিৎসার বিষয়টি থেকে যে বিষয়ে সচেতন হওয়া দরকার তা হলো রোগীরা ভাইরাস প্রতিরোধী ওষুধ ব্যবহার বন্ধ করতে বাধ্য হচ্ছে যা তাদের সংক্রমণ ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন