শহীদ জিয়া, খোলা চিঠি দিলাম তোমার কাছে

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৯ জানুয়ারি, ২০১৫, ০৫:৩৫:৪৩ বিকাল

শহীদ জিয়া,

খোলা চিঠি দিলাম তোমার কাছে।




শহীদ জিয়া,

খোলা চিঠি দিলাম তোমার কাছে।

তোমার স্বাধীন বাংলাদেশ্ এখন কেমন আছে কিভাবে আছে তুমি জাননা,

এ দেশ আবার রক্তাক্ত করেছে বাকশালী হায়েনা।



শহীদ জিয়া এই চিঠি পাবে কিনা জানিনা আমি

এই চিঠি পাবে কিনা জানিনা।

শহীদ জিয়া

খোলা চিঠি দিলাম তোমার কাছে ।



গেল বছর গণহত্যা এবার ভোটাধিকার হরণ,

গণতন্ত্র আজ হিমাগারে দেশপ্রেমিকদের মরণ।

বাকস্বাধীনতা নেই আজ রুদ্ধ কারাগারে,

সিংহ পুরুষ মাহমুদুর রহমান বন্দী বিনা বিচারে।


ভারতীয় বাহিনী গণহত্যা চালায় তুমি জাননা

শহীদ জিয়া এই চিঠি পাবে কিনা জানিনা আমি

এই চিঠি পাবে কিনা জানিনা।



বর্গীরা আর দেয়না হানা নেইকো পাক হানাদার,

তবু কেন এদেশ জুড়ে নিত্য বাড়ছে হাহাকার?

জেনেছো হটেছে বাকশাল এবার স্বাধীন বাংলাদেশ,

মরা বাকশাল জেগে উঠে এবার করছে সব নিঃশেষ।


জেনেছো হটেছে বাকশাল এবার স্বাধীন বাংলাদেশ,

মরা বাকশাল জেগে উঠে এবার করছে সব নিঃশেষ।

ফেলানীরা ঝুলে আজ কাঁটাতারে তুমি জাননা

শহীদ জিয়া

এই চিঠি পাবে কিনা জানিনা আমি

এই চিঠি পাবে কিনা জানিনা।

শহীদ জিয়া

খোলা চিঠি দিলাম তোমার কাছে ।

বিষয়: সাহিত্য

১৭২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300829
১৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
রক্তলাল লিখেছেন : দেশের মানুষের হৃদয়ে যার বাস - তিনি অবশ্যই এই চিঠি পড়তে পারছেন।

300832
১৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
300857
২০ জানুয়ারি ২০১৫ রাত ১২:২৫
জুমানা লিখেছেন : ধন্যবাদ
300975
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর হয়েছে,অনেক ভাল লাগল, ধন্যবাদ
301005
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৭
শেখের পোলা লিখেছেন : শহীদ জিয়া হঠাৎ ফিরে এলেই হার্টফেল করবে৷
301359
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০২:৪৪
দ্বীপ জনতার ডাক লিখেছেন : Thanks
301553
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
কবরের ডাক লিখেছেন : খুব ভালো লাগল। শহীদ জিয়ার প্রতি আপনার ভালোবাসা অন্যকে অনুপ্রাণিত করবে।
351433
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৬
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : বেশ ভালো লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File