পীরের মেলা
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৩ জুন, ২০১৪, ০৪:৪১:০৭ বিকাল
রাজারবাগী, কুতুববাগী, চর্ম নাই,
ধর্ম নিয়ে ব্যবসা ছাড়া
এদের কোনো কর্ম নাই।
হাঁটা পীর, পাগলা পীর,
মাছ পীর, গাছ পীর,
লম্বাচুলের ঝঁটাধারী
গন্ধযুক্ত খবীস পীর।
মাইয়া পীর, বাচ্চা পীর,
শশ্রূবিহীন নায়ক পীর,
উদোম গাঁয়ের ন্যাংটা পীর,
দেশ জুড়ে পীরের ভীড়।
কদম আলীর শখের গাধা
অক্কা পেয়ে গিধাশাহ পীর,
চাল ব্যবসায়ী মরে গিয়ে
নাম হয়ে যায় চাল মিয়া পীর।
দেওয়ানবাগী, আটরশি, মাইজভান্ডারী,
উৎস কোথায়? আয়েশী বাড়ি, দামি গাড়ি!
চোরাচালান, হোটেল ব্যবসা আরো আছে মদ - নারী।
পুঁজি ছাড়া আয়েশী আয়,
কষ্ট করে কে খেতে চায়?
দেশজুড়ে তাই পীরের হাট,
ব্যবসাটা বেশ জমজমাট।
ভন্ডপীরের মুরীদকুল
ভাঙবে কবে তোদের ভুল?
শিরকী কুফরীর পরিণাম
আখিরাতে জাহান্নাম।
বিষয়: সাহিত্য
২৮৭৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধর ধর ধর ধর পীর ধর,
চোরের মতো পীর ধর।
মার মার মার মার,
চোরের মতো পীর মার।
কিছু পীর(জনগণ তাঁদের পীর বলে বিধায় ইচ্ছে করলেও তাঁরা এটা বাদ দিতে পারছেননা) আছেন যারা শিক্ষক অর্থে পীর। ছাত্রদের কুরআন হাদীসের বিশুদ্ধ বাণী শিক্ষা দেন, শিরক বিদআত নির্মূলে কাজ করেন। দেশব্যাপী দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখেন।
উদাহরণ হিসেবে বলা যায়ঃ বায়তুশ শরফ পীর, ফুরফুরার পীর।
তদেরকে সাজেস্ট করেন পীর শব্দ তাদের নামের পিছনে লাগালো বাদ দিক।
আরো আছে মদ - নারী।
এটাইতো পীর গিরী
এটাইতো পীর গিরী। হুম ১০০%।
চোরের মতো পীর ধর।
মার মার মার মার,
চোরের মতো পীর মার।
দু'দিনের এ দুনিয়াতে বসিছে এক পীরের মেলা
রঙ বিরঙের ব্যবসা ফেদে করছে প্রতারণার খেলা
পীরকে নিয়ে লিখছো প্রেসি..
বুঝবে তুমি বুঝবে
সকল পীরে হেক্কা মেরে
যখন একটা ফুকবে।
কিছু পীর(জনগণ তাঁদের পীর বলে বিধায় ইচ্ছে করলেও তাঁরা এটা বাদ দিতে পারছেননা) আছেন যারা শিক্ষক অর্থে পীর। ছাত্রদের কুরআন হাদীসের বিশুদ্ধ বাণী শিক্ষা দেন, শিরক বিদআত নির্মূলে কাজ করেন। দেশব্যাপী দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখেন।
উদাহরণ হিসেবে বলা যায়ঃ বায়তুশ শরফ পীর, ফুরফুরার পীর।
আবার পানশালার মদ বিক্রেতাকেও পীরে মুগাঁ বলা হয়। কারণ সুফীবাদীরা আধ্যাতিক প্রেমকে রূপকভাবে মদরূপে অভিহিত করে, উক্ত প্রেমরস-পরিবেশককে পীর বা 'শুড়ী মশাই' নামে অভিহিত করে থাকেন। খৃষ্টানদের পাদরী, হিন্দুদের পুরোহিত এবং বৌদ্ধদের ভিক্ষু বলতে যা বুঝায় পীর বলতে ঠিক তাই বুঝায়।
কবি বলেছেন...
বমায়ে শাজ্জাদাহ রঙ্গীন কুন
গিরাত পীরে মুগাঁ গোয়াদ
সে সালেক বেখবর নাবুদ
যে রাহে রাসমো মানযালহা।
অর্থাৎ পীরে মুগাঁ অর্থাৎ শুড়ি মশায় যদি বলেন, তাহলে তুমি জায়নামাজকে মদের দ্বারা রাঙিয়ে তুলো। কেননা পথের সন্ধান গুরুজী ভালভাবে অবগত আছেন। এই কবিতায় শুঁড়ি মশায়কে পীরে মুগাঁ বলা হয়েছে।
পীর, পুরোহীত বা পাদরী এর কোন প্রতিশব্দ কুরআন-হাদীসে নেই। আবু বকর, উমর, উসমান, আলী (রাঃ) প্রমুখ সাহাবীগণও কেউ কোনদিন পীর বলে দাবী করেননি। তাবেয়ীনদের যুগে পীরের অস্তিত্ব ছিলনা। ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী, ইমাম মালিক, ইমাম আহমাদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসায়ী, ইমাম তিরমিযী, ইমাম ইবনু মাজাহ (রহ.) প্রভৃতি মহামতি ইমামগণও পীরগিরি করেননি। কোন কুক্ষণে পারস্যের অগ্নি পুঁজারীদের সেই পীর তাওহীদবাদী মুসলিম সমাজের ঘাড়ে-গর্দানে জগদ্দল পাথরের মত চেপে বসল- তা ভেবে কুল পাওয়া যায়না। আরবী ভাষায় উসতায ও নেতাকে শাইখ বলা হয়।
সুতরাং শিরক বিদয়াত মুক্ত পরিবেশে সেসব অর্থে এটা ব্যবহার দোষনীয় মনে হচ্ছেনা। তবে বর্তমান পরিস্থিতিতে না করাটাই উত্তম মনে করি।
আয়রে সবে আয়,
করলে সালাম,লাগেনা দাম,
মাগনা পাওয়া যায়৷
আমিও পির হতে চাই। বেকার মানুষের জিবনে আর কি করার আসে????
বিনা মুলধনের ব্যবসার সবচেয়ে বড় সুযোগ।
পির ব্যবসা।
মন্তব্য করতে লগইন করুন