প্রসঙ্গঃ বেসরকারী মেডিকেল কলেজ; কি উৎপাদন করছে-ডাক্তার নাকি ডাকাত?

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২২ মে, ২০১৪, ০৪:২৬:২০ বিকাল

দুইদিন আগে বলেছিলাম ডাক্তার বনাম সাংঘাতিক(!) দ্বৈরথ এর কথা। আজ কিছু বিপরীত চিত্র আলোচনা করি। প্রাইভেট মেডিকেল কলেজসমূহ হতে কারা বর্তমানে ডাক্তার হচ্ছে?

যে পেশায় আগে শুধু অদম্য মেধাবীদের জয়জয়কার ছিল বর্তমানে সে পেশায় অস্বাভাবিক বাণিজ্যিকীকরণের ফাঁদে। মেধার স্থান দখল করেছে অর্থ। মাঝারী ও সাধারণ মেধার অনেক ছাত্র এখন পড়ছে এসব বেসরকারী মেডিকেল কলেজে।



একসময় বাংলাদেশে কোনো বেসরকারী মেডিকেল কলেজ ছিলনা। কালের পরিক্রমায় চট্টগ্রামে USTC তে সর্বপ্রথম এমবিবিএস ভর্তি শুধু করে। শুরু হতে USTC মান বজায় রাখতে সচেষ্ট ছিল। এখন কি অবস্থা জানিনা। বর্তমানে দেশে ৬২ টি বেসরকারী মেডিকেল কলেজ ও এক ডজনেরও বেশি বেসরকারী ডেন্টাল কলেজ রয়েছে ।

গুটিকয়েক ভালো প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ বেসরকারী মেডিকেল কলেজ চিকিৎসক বানানোর নামে ভয়ংকর অর্থবাণিজ্য করছে। শুনে আশ্চর্য্য হবেন যে, ভর্তি পরীক্ষায় মাত্র ১০ নাম্বার পেয়েও কোনো কোনো প্রাইভেট মেডিকেল কলেজ এ ভর্তি হওয়া যায়। টাকার জোরে এসব স্থানে অনেক কিছু সম্ভব।

কেউ কেউ হয়তো বলবেন, এখনতো সমন্বিত ভর্তি পরীক্ষা হয়। হ্যা, সমন্বিত ভর্তি পরীক্ষা হয় বটে! প্রথম দিকের মেধাবী স্টুডেন্টরা সরকারী কলেজগুলোতে ভর্তি হয়। কিন্তু এরপর বেসরকারী কলেজগুলোতে চলে লবিং। টাকার জোরে, মন্ত্রীর দাপটে, মালিকের অর্থলোভের কারণে সেখানে নিয়মনীতিকে থোরাই কেয়ার করা হয়। ভর্তি পরীক্ষায় সিরিয়াল 98000+, পাশমার্কস ও পায়নি- এমন ছাত্রও টাকার জোরে নিয়মনীতিকে ভেংচি দিয়ে ভর্তি হয়ে যায়।

http://www.banglaexpress.com.bd/detail.php?id=17478&catid=61&subcat=81&subcat1=0

একবার ভাবুন, এরা ডাক্তার হলে চিকিৎসার কি হাল হবে? এদের অপচিকিৎসার দায় নিতে হচ্ছে সরকারী মেডিকেল কলেজসমূহ হতে পাশ করা অদম্য মেধাবীদেরও।

আজ সত্যি ভাবার সময় এসেছে- কোন পথে এদেশের চিকিৎসাব্যবস্থা? মেডিকেল শিক্ষাকে লাভজনক ব্যবসায় পরিণত করার পরিণতিতে ধীরে ধীরে কি ধ্বংস হচ্ছেনা চিকিৎসা সেবার মান? অতি সম্প্রতি কি এমন কিছু দৃশ্যায়িত হয়নি? এরা ডাক্তার নাকি ডাকাত?

এ ডাকাতদের অসদাচরণ ও অপচিকিৎসার দায় কেন বয়ে বেড়াতে হবে সৎ, মেধাবী, যোগ্য ও পেশাদার ডাক্তারদের?

আমাদের বোধোদয় হবে কবে? Thinking Thinking Thinking Thinking

বিষয়: বিবিধ

৩৪৮৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224696
২২ মে ২০১৪ বিকাল ০৪:৩৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : প্রেসিডেন্ট মশাই খামোখা গ্যাঞ্জাম বাধানোর চেষ্টা করছেন কিল্লাই? বাংলাদেশটা দাড়িয়ে আছে ভেজালের উপর। ফলমুলে ভেজাল, খাদ্যে ভেজাল, নির্মাণ শিল্পে ভেজাল, ব্যবসা বানিজ্যে ভেজাল, প্রশাসনে ভেজাল, রাজনীতিতে ভেজাল,নীতিতে ভেজাল, নেতাতে ভেজাল, রাষ্ট্রীয় পলিসি নির্ধারণে ভেজাল, দেশের স্বাধীনতায় ভেজাল। কোথায় ভেজাল নেই? যেখানে সবখানে ভেজাল সেখানে এসব ভেজালের আকাম কুকাম গুলারে টিকেয়ে রাখার জন্য তো শিক্ষা ব্যবস্থাতেও ভেজাল ডুকাতে হবে। না হয় এসব ভেজাল ব্যবস্থায় নিমজ্বিত জাতিকে ভালভাবে ঘুম পাড়ানী বড়ি খাওয়াবে কোন ডাক্তারে?
খামোখা ভেজাল নিয়ে মাথামাথি না করে নতুনভাবে ভেজাল সৃষ্টির কোন পথ ও পন্থা আবিস্কার করতে পারেন কিনা চেষ্টা করেন।
২২ মে ২০১৪ বিকাল ০৪:৪৩
171950
প্রেসিডেন্ট লিখেছেন : ভেজালে ছেয়ে গেছে দেশটা,
ডাইরেক্ট টেরাই করলে পাবেন আসলটা। Angel

২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
171996
প্রবাসী আশরাফ লিখেছেন : ডাইরেক্ট সুবিধা গ্রহনের ছবিটা দেখে না হেসে পারলাম না...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
224699
২২ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
লোকমান বিন ইউসুপ লিখেছেন : নেতারা কথা বলতে হয় ফিল্টারিং করে।
২২ মে ২০১৪ বিকাল ০৪:৫৯
171955
প্রেসিডেন্ট লিখেছেন : Good Luck Good Luck Good Luck
224701
২২ মে ২০১৪ বিকাল ০৪:৪৯
হতভাগা লিখেছেন : কসাইগুলার মধ্যেও ভেজাল আছে নাকি !
২২ মে ২০১৪ বিকাল ০৪:৫৮
171954
প্রেসিডেন্ট লিখেছেন : সবাই কসাই নয়রে ভাই। এ পেশায় মহৎহৃদয় অনেক ভদ্রলোক আছেন।
২২ মে ২০১৪ বিকাল ০৫:০২
171956
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কসাইদের মধ্যে ভেজাল আছে কিনা জানি না। তবে হেইদিন একটা মুরগী জবাই করতে গিয়ে এক মোল্লা বেজায় সমস্যায় পড়ে গেলেন। যে চাকু দিয়ে তিনি মুরগী জবাই করতেছিলেন সেটা আসলে একটি বাঁশের পালা দিয়ে তৈরী। হের লিগ্যা মুরগীটারে জবাই করতে সমস্যা সৃষ্টি অইছিল।
224704
২২ মে ২০১৪ বিকাল ০৪:৫১
পুস্পিতা লিখেছেন : শুধু মেডিকেল শিক্ষায় না, বাংলাদেশের অন্যসব শিক্ষাও ক্রমশ নিচের দিকে যাচ্ছে। যেতে যেতে এমন অবস্থা হয়েছে এখন পরিক্ষার আগে প্রশ্নপত্র উত্তর সহ ঘরেই পৌঁছে যাচ্ছে! শিক্ষা ব্যবস্থা এখন শুধু রেজাল্ডময়! জ্ঞানের স্থান সেখানে নেই! বর্তমান সরকার এমন অবস্থা করেছে শিক্ষাব্যবস্থার! দেশ ডিজিটাল হচ্ছে তো! কিছু ব্যাতিক্রম ছাড়া প্রাইভেট উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আসলেই সঠিক পাঠদান হচ্ছে না। সেখানেও সবকিছু যেন রেজাল্ডময়!
২২ মে ২০১৪ বিকাল ০৪:৫৫
171953
প্রেসিডেন্ট লিখেছেন : হুম, একমত না হয়ে পারলামনা।

শিক্ষা আজ বাণিজ্যে পরিণত হয়েছে।

আপনাদের মত মেধাবী ডাক্তারদের আজ চিকিৎসা পেশাটিকে ধ্বংসের হাত হতে রক্ষার দায়িত্ব নিতে হবে। Good Luck Good Luck
224713
২২ মে ২০১৪ বিকাল ০৫:০৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : মেডিক্যাল শিক্ষার নামে চলছে সার্টিফিকেট বাণিজ্য আর ঐদিকে ওরা হয়ে উঠছে এক একটা কষাই। তবে শতকরা দুই একটা যে ভালো নেই তা নয়।
২২ মে ২০১৪ বিকাল ০৫:০৯
171960
প্রেসিডেন্ট লিখেছেন : হুম, সেটাই বলছি। ভালোর পরিমাণটা আরএকটু বেশি হতে পারে- ১০/১৫%।
224714
২২ মে ২০১৪ বিকাল ০৫:১৪
দুষ্টু পোলা লিখেছেন : প্রেসিডেন্ট লিখেছেন : হুম, সেটাই বলছি। ভালোর পরিমাণটা আরএকটু বেশি হতে পারে- ১০/১৫%।
224720
২২ মে ২০১৪ বিকাল ০৫:৪০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এসব ফর্মালিনযুক্ত ডাক্তার নিয়ে কি করা যায় বলুন তো...............

২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
171994
লোকমান বিন ইউসুপ লিখেছেন : নেতারা সবার হয়।
২৪ মে ২০১৪ সকাল ০৯:৩৯
172443
প্রেসিডেন্ট লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
224722
২২ মে ২০১৪ বিকাল ০৫:৪৫
ভিশু লিখেছেন : যে সরকার কোয়ালিটিবিহীন সেই সরকার আবার কোয়ালিটি কন্ট্রোল করবেন কিভাবে?!
২৪ মে ২০১৪ সকাল ০৯:৩৪
172437
প্রেসিডেন্ট লিখেছেন : সর্বত্র আজ অযোগ্যদের দাপট!Surprised Surprised
224740
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
প্রবাসী আশরাফ লিখেছেন : শুধু বেসরকারী মেডিকেল বিশ্ববিদ্যালয় না ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠর অধিকাংশ বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো টাকার বিনিময়ে শুধু সার্টিফিকেট বানিজ্য করছে।
২৪ মে ২০১৪ সকাল ০৯:৩৭
172438
প্রেসিডেন্ট লিখেছেন : হুম। তবে সার্টিফিকেট বাণিজ্যের ঢালাও অভিযোগ ভিত্তিহীন। আমি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আছি, সে অভিজ্ঞতা হতে বলছি। অধিকাংশ নয়, গুটিকয়েক হবে সেটি। তবে দেশে এত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছিলনা। বিশ্ববিদ্যালয় শব্দটির আভিজাত্য, মর্যাদা আজ ভুলুন্ঠিত। নিম্নমেধার ছাত্রছাত্রীরা আজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে।
১০
224837
২২ মে ২০১৪ রাত ১০:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার এক নিকট আত্মিয়া। এইচএসসি তে একবার ফেল করে দ্বিতিয়বারে দ্বিতিয় বিভাগে পাশ করে প্রাইভেট মেডিকেল কলেজ এ ভর্তি হয়ে বর্তমানে ডাক্তার!! এই ডাক্তারের কাছে যাইতে তো আমারই ভয় লাগে।
তবে কসাই শুধু বেসরকারি মেডিকেল নয় সরকারি মেডিকেল ও উৎপাদন করে।
২৩ মে ২০১৪ সকাল ০৬:৪১
172129
হতভাগা লিখেছেন : ভাইরে, সরকারী মেডিকেলের কসাই হইতে গেলেও কমপক্ষে ১৪০০ মার্কস্‌ লাগে আর ভর্তি পরীক্ষায় ৫৫-৬০ নম্বর পাওয়াই লাগে ।

বেসরকারীতে ২য় বিভাগ , ১০ নম্বর পেয়েও টাকা ঢাললেই সেখানে কসাই বিদ্যায় ঢোকা যায় ।
২৪ মে ২০১৪ সকাল ০৯:৩৯
172442
প্রেসিডেন্ট লিখেছেন : সরকারী মেডিকেলও কসাই উৎপাদন করে- ঠিক। তবে সেখানে অপচিকিৎসা ও ভুল চিকিৎসার সম্ভাবনা তুলনামূলক কম। কারণ তাঁরা মেধাবী। পড়াশোনা করে পাশ করেছে।
বেসরকারী অনেক মেডিকেল কলেজ এ নাকি টার্ম পরীক্ষা ও ফাইনাল পরীক্ষায়ও চলে টাকার খেলা।
১১
225416
২৪ মে ২০১৪ দুপুর ০১:৩৭
শাহ আলম বাদশা লিখেছেন : আমার মনের কথাই লিখেছেন! চালিয়ে যান, ভালো লাগছে!
২৪ মে ২০১৪ দুপুর ০১:৪০
172506
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ জনাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File