২০১১ সালের নরেন্দ্র মোদীর একটি ছবি নিয়ে অপপ্রচার এবং বাস্তব সত্য
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৮ মে, ২০১৪, ১২:০২:৫২ দুপুর
যে ছবিটি নিয়ে অপপ্রচারে মেতেছে ‘সময়ের কন্ঠস্বর’ নামক ফেসবুক পেইজ।
নাটকীয় উপস্থাপনায় সেখানে লেখা আছে-“
যে ছবি কথা বলে -যে ছবি নীরবে প্রশ্ন তোলে ......
ছবিতে - ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে এসে পা ছুয়ে চুমু খেয়ে সালাম করছে জামাতে ইসলাম হিন্দ এর কয়েকজন শীর্ষ নেতা । (!) ”
সময়ের কন্ঠস্বর কাদের প্রতিনিধিত্ব করে সেটা বলার অপেক্ষা রাখেনা। এটি কট্টর সেক্যুলার ও নাস্তিকদের একটি পেইজ যেখানে প্রতিনিয়ত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর চরিত্র হনন করা হয়, বিভিন্ন খবর ও ছবিকে বিকৃত করে জাতীয়তাবাদী ও ইসলামিস্টদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।
এবার আসা যাক প্রকৃত সত্য নির্ধারণে।
এ ছবিটি মূলত আজ হতে প্রায় ৩ বৎসর আগে। তৎকালীন গুজরাটের মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি শিয়া দরগাহর মাজারপূজারী লোকজন বিশেষ টুপি উপহার দিতে এসেছিল যেটা মোদী প্রত্যাখ্যান করে। এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া ১৯ শে সেপ্টেম্বর একটি প্রতিবেদন ও করে।
লিংকঃ http://timesofindia.indiatimes.com/india/Narendra-Modi-refuses-to-put-on-skull-cap-offered-by-Muslim-cleric/articleshow/10040530.cms
http://timesofindia.indiatimes.com/india/Narendra-Modi-refuses-to-put-on-skull-cap-offered-by-Muslim-cleric/articleshow/10040530.cms
উক্ত রিপোর্টে স্পষ্ট বলা আছেঃ Sayed Imam Shahi Saiyed, a cleric of a small Dargah in Pirana village on the outskirts of the city (he lives in Savali village of Dakor taluka), had on Sunday gone up to stage to greet the chief minister, at Gujarat University Convention hall.
He offered Narendra Modi a 'skull cap', but Modi politely refused to wear it, asking him to offer a shawl instead. The imam did so, and Modi was seen accepting it.
আর উক্ত ছবিটাকেই জামায়াত বানিয়ে অপপ্রচারে মেতেছে একটি বিশেষ মহল। মজার ব্যাপার হচ্ছে তারা indilens.com নামক একটি অখ্যাত অনলাইন নিউজ সাইটের যে লিংক দিয়েছে সেখানেও কোথাও জামায়াতে ইসলামীর নাম নেই, তবে ৩ বছর আগের ছবিটা আছে।
মোহাম্মদ ফখরুল ইসলাম নামক ফিতনবাজ এর মুখোশ ও উন্মোচন হলো। সে এটি শেয়ার করার পাশাপাশি লিখেছে- হায় রে জামায়াতে ইসলামী । লোকেরা কি এমনি এমনি বলে জামায়াতে ইসলামী মানে যমের হাতে ইসলাম নয়ত জামা-তে ইসলামী ( Islam in dress )।আল্লাহ মাফ করো । হে আল্লাহ ! কস্মিন কালেও বাংলাদেশে জামায়াতে ইসলামীকে ক্ষমতার ধারের কাছেও নিও না ।
আল্লাহ আমাদের সকল প্রকার ফিতনা ও বিভ্রান্তির কবল হতে রক্ষা করুন। আমিন।
বিষয়: রাজনীতি
১৭২০ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের সকল প্রকার ফিতনা ও বিভ্রান্তির কবল হতে রক্ষা করুন। আমিন।
একটু সতর্ক না হলে, চোখ কান খোলা না রাখলে অামরা যে কেউ বিভ্রান্ত হতে পারি।
আমি অবাক!
কাল এক ভাই এ নিয়ে প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে পারিনি। তবে সন্দেহ ছিল।
ফখরুল এর মুখোশ আগেও কয়েকবার উন্মোচিত হয়েছে ...তবে এই বার রামধরা কাইলো আর কি!
আল্লাহ আপনাকে উত্তম জাজা দান করুক...আমিন।
আপনাকে ধন্যবাদ। তবে ফখরুল এর লজ্জা হায়া নেই। সে আবারো এমন কাজ করবে বীর বিক্রমে। :D/
জামায়াত এর বিরুদ্ধে এসব অভিযোগ শুনলে সেটা নিশ্চিতভাবে অধিকতর যাছাই বাছাই এর দাবি রাখে। কারণ, মিশর ও বাংলাদেশে প্রমাণ হয়েছে- এদের ঈমান এতটা দূর্বল নয়।
উন্মাদ আর পাগল ছাড়া কিছু নয় সে। যুক্তিপূর্ণ জবাব দেয়ায় আমার অন্য একটা আইডিকে সে ব্লক করে রেখেছে।
যেটাতে সন্দেহ সেটা অধিক যাছাই বাছাই এর দাবি রাখে। কিন্তু আমরা অনেকে তা না করে বিভ্রান্ত হয়ে পড়ি।
মন্তব্য করতে লগইন করুন