তেঁতুল নারীর দল
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৪৯:৪৮ দুপুর
পাশের ফ্ল্যাটের দিলারা ভাবি বলেন রুমা ভাবি চলনা,
কতদিন হলো ছি কুত কুত খেলিনা।
বলে ননদিনী রাহিনা, লেডিস খেলা আর খেলিনা,
এবার মোরা ব্যাটা হবো, ফুটবল মাঠে চলনা।
মাঠ জুড়ে বৃষ্টির জল, জমবে ভালো ফুটবল,
জলে ভিজে কামিনী হবো ব্যাটাদের জিভে আসবে জল।
ঘরে বসে আর হবেনাকো ভুল,
মাঠের জলে মাস্তি হবে, হবো না হয় এবার তেঁতুল।
জানিয়ে দেব সবাইকে মোরা তেঁতুল নারীর দল,
রান্না বান্না নয় শুধু, জানি ছলা কল।
বিষয়: সাহিত্য
২২৪৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন