টপ থ্রী দূর্গের পতন!

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫০:৩২ সকাল

বাংলা বিহার উড়িষ্যার মতো নাম না জানা এক রাজ্যের এক অধিপতি ছিলেন। তাহার ছিল অনেকগুলো শক্তিশালী দূর্গ । টপ থ্রী দূর্গ হলো- প্রধান দূর্গ, দ্বিতীয় দূর্গ, শ্বশুড় বাড়ির দূর্গ। তাহার জাদুর কাঠিতে শনৈ শনৈ উন্নতির জোয়ারে সারা দেশ ভাসিয়া যাইতেছিল। কিন্তু এরপরও তিনি ভরসা করিতে পারিলেননা। আহাম্মক জনতা যদি আবার ভোট দিতে ভুল ভাল করিয়া বসে। তাই নিজে নিজেই রেফারী হয়ে থাকিতে চাহিলেন। একবার ভাবিলেন টেস্ট হোক একটা। দেশজুড়ে বড় বড় কয়েকটি সিটিতে নির্বাচন দিলেন। এত উন্নতি সত্ত্বেও জনগণ ঠিকই আহাম্মকী করিয়া বসিল। সেই নির্বাচনের সব কটিতে হারিয়া বসিল অধিপতির লোকজন। এমনকি অনেকগুলো বড় বড় দূর্গের পাশাপাশি দ্বিতীয় দূর্গে ও বড় ব্যবধানে ছন্দপতন!

এরপর অধিপতি আর ঝুঁকি নিলেননা। নিজেই রেফারী হয়ে খালি মাঠে 153 টি গোল দিলেন। আর 147 টি গোল দিলেন আর কিছু গৃহপালিত প্রার্থী দাঁড় করিয়ে। অবশ্য লোকে মন্দ বলিবে - এই ভাবিয়া গোলগুলির কিছু ভাগবাটায়ারা করিলেন-গৃহপালিত প্রাণীদের কিছু দিয়ে দিলেন বটে।

এরপর দেশজুড়ে ছি!ছি রব পড়িয়া গেল। এই ছি ছি ঠেকাতে দলীয় ছিইছি দ্বারা অধিপতি একটা স্থানীয় নির্বাচনের আয়োজন করিলেন। বিধিবাম! সেই নির্বাচনেও অনেকগুলো দূর্গের পতনের পর অধিপতির নিজ এলাকায় যেটি প্রধান দূর্গ রূপে বিবেচিত সেটাতেও তাহার প্রতিনিধি শোচনীয়ভাবে পরাজিত হলো। কয়দিন পর দেখা গেল তৃতীয় দূর্গ নামে খ্যাত শ্বশুড় বাড়ির দূর্গটি ও অধিপতির হাতছাড়া হইয়া গেল।

অবশ্য অধিপতিকে এতে তেমন একটা বিচলিত মনে হইলোনা। তাহার পাশের রাজ্যের অধিপতি বড় দাদাবাবুর সাথে অতিশয় খাতির ছিলো। বড় দাদাবাবু বুদ্ধি দিলেন, যত দূর্গেরই পতন হোক সমস্যা নেই তবে ক্ষমতা আঁকড়ে ধরিয়া রাখিতে হইবে। এইজন্য একের পর এক নাটক রচনা করিতে হইবে। অধিপতির পাশে হাম্বাদিকরা ছিল। নিত্য নতুন নাটক রচনা করিতে কোন সমস্যা হচ্ছিলনা। এরপর নিত্য নতুন নাটক একের পর এক মঞ্চস্থ হইয়া চলিতেছে- BALকায়েদা নাটক, জঙ্গি নাটক, ক্রসফায়ার নাটক ইত্যাদি ইত্যাদি।



(ইহা একটি আজাইরা গল্প। জীবিত, মৃত, উত্তেজিত কোন ব্যক্তি বা ঘটনার সাথে কোনোরূপ মিল খুঁজিতে চাহিলে নিজ দ্বায়িত্বে খুঁজিবেন। উহার জন্য আমাকে দায়ী করা চলিবেনা- এই আমি বলিয়া রাখলুম। )

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182475
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫২
বাংলার দামাল সন্তান লিখেছেন : এরপর নিত্য নতুন নাটক একের পর এক মঞ্চস্থ হইয়া চলিতেছে- BALকায়েদা নাটক, জঙ্গি নাটক, ক্রসফায়ার নাটক ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫২
134894
প্রেসিডেন্ট লিখেছেন : স্বাগতম হে ভ্রাতা।
182477
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০০
সজল আহমেদ লিখেছেন : হাঃহাঃহাঃ মন্দ লাগিল না।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২০
135327
প্রেসিডেন্ট লিখেছেন : Happy Happy Happy Winking Winking
182479
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
আমি মুসাফির লিখেছেন : এখন প্রবাসে আমাদের ভিলায় যদি কেহ কোন খারাপ কথা বলে বা খারাপ আচরণ করে তখন তাকে আৗযামী বলে ধারণা করা হয় কারণ আওয়ামীরা ছাড়া এমন খারাপ কাজ কেহ করতে পারে না। হাসিনা নাটক করতে পারদর্শী কারণ দাদারা এটা পছন্দ করেন। দাদাদের পছন্দই উনার পছন্দ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২০
135328
প্রেসিডেন্ট লিখেছেন : Happy>- Happy>-
182517
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার গল্পটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে....
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২০
135330
প্রেসিডেন্ট লিখেছেন : (ইহা একটি আজাইরা গল্প। জীবিত, মৃত, উত্তেজিত কোন ব্যক্তি বা ঘটনার সাথে কোনোরূপ মিল খুঁজিতে চাহিলে নিজ দ্বায়িত্বে খুঁজিবেন। উহার জন্য আমাকে দায়ী করা চলিবেনা- এই আমি বলিয়া রাখলুম। ) Happy Happy
182518
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৯
প্রবাসী যাযাবর লিখেছেন : ভালো লাগলো
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২২
135333
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ।
182673
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নতুন নাটক লিখা হচ্ছে
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২২
135335
প্রেসিডেন্ট লিখেছেন : নিত্য নতুন নাটক চলতেই থাকবে।
182826
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
শেখের পোলা লিখেছেন : পরের নাটক কবে মঞ্ছে আসবে?
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৩
135336
প্রেসিডেন্ট লিখেছেন : পুরনো নাটক যখন জনগণ বুঝে ফেলবে তখনই নতুন নাটক উপহার দেয়া হবে। অপেক্ষায় থাকুন।
182875
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন পড়ে নাই যবনিকা। দুর্গ যতই পতন হোক মাঠের দখল হাতে। দাদাবাবু রয়েছেন যে পাশে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২১
135332
প্রেসিডেন্ট লিখেছেন : এ দাদাবাবুর কবল হতে এ প্রিয় বাংলাদেশকে রক্ষা করতেই হবে।
183001
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৭
মাটিরলাঠি লিখেছেন : Rose Rose Rose Rose
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২১
135331
প্রেসিডেন্ট লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File