এ কেমন সাংবাদিকতা!!!
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৪০:০৩ দুপুর
গতকাল bdnews24.com একটি অনলাইন জরিপ চালিয়েছিল। পূর্ব অভিজ্ঞতার কারণে আমি শুরুতেই এই জরিপের নিরপেক্ষতা নিয়ে শন্কিত ছিলাম। কারণ এর আগেও এই ধরণের জরিপে কারসাজির আশ্রয় নেয়া হয়েছিল।
আমি বিকেল ৪ টা ৪১ মিনিট ২৮ সেকেন্ড এ একটি ছবি নিলাম। দেখুন-
অর্থাৎ -সেখানে জামাত নিষিদ্ধের পক্ষে ৩০% আর বিপক্ষে ৭০%। এর মানে অবশ্য এটা নয় যে, দেশের ৭০% লোক জামাতকে সমর্থন করে বরং এর মানে হচ্ছে - ৭০% লোক গণতন্ত্রে বিশ্বাসী। তবে এখানেও কারসাজি আছে কিছুটা। কারণ দেশের ৩০% ফ্যাসিবাদকে সমর্থন করে, এটা বিশ্বাস করার কোন যৌক্তিক কারণ নেই।
এবার দেখুন তাদের অনলাইন জরিপ এর কারসাজি করা ফলাফল।
জামায়াত নিষিদ্ধের পক্ষে পাঠকের রায়-
রোববারের নিয়মিত জরিপে পাঠকের কাছে জানতে চাওয়া হয়েছিল- ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। সারাদেশে জামায়াত নিষিদ্ধের দাবি ওঠার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপনি কি একমত?’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাংলা হোমপেইজের মাধ্যমে এই জরিপে মতামত দিয়েছেন ১৯ হাজার ৭৩২ জন, যাদের মধ্যে ৯০ শতাংশই বলেছেন ‘হ্যাঁ’। অর্থাৎ, প্রধানমন্ত্রীর মতো তারাও মনে করেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো অধিকার নেই। আর ১০ শতাংশ পাঠকের মত এসেছে এর বিপক্ষে, অর্থাৎ তারা ‘না’ তে ভোট দিয়েছেন।
চিন্তা করুন, কত্ত বড় জালিয়াতি। আরো প্রমাণ দেখুন স্ক্রীনশটে-
বিশ্বায়নের এই যুগে এরা এত্ত বড় জালিয়াতি করেও পার পেয়ে যায়। আর আমরা জেগে জেগে ঘুমাই। সেলুকাস!
এবার আর একটি জরিপ এর লিংক দিচ্ছি। সে জরিপ অনুসারে মাত্র ৫.৬৩% জামাত নিষিদ্ধের পক্ষে এবং ৯৩.৭৮% বিপক্ষে। ভাববেননা, জামাতের কোন মিডিয়ার জরিপ বরং কট্টর আওয়ামী বসুন্ধরা গ্রুপের বাংলাদেশ প্রতিদিন এর গতকাল এর জরিপ। ধরা খাওয়ার ভয়ে প্রথম আলোর মত বড় পত্রিকাগুলো এ নিয়ে জরিপ চালানোর সাহস পাচ্ছেনা।
লিংক ও দিলাম-Click this link (লিংক এ গিয়ে ১২ নং পেজ এ ক্লিক করুন)।
হলুদ সাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস এই জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এটি অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো অনেক খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমাদের। সকলকে একটু সুস্থভাবে বিষয়টি বিবেচনা করতে অনুরোধ রইল।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন