প্রেসিডেন্ট এর অংক কেলাশ
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৭ জানুয়ারি, ২০১৪, ০১:০৪:৩৯ দুপুর
আসুন কিছু অংক কষি সদ্য সমাপ্ত জাতীয় বিনোদন নির্বাচন নিয়ে। বিনোদন নির্বাচন নিয়ে একটু বিনোদিত করার চেষ্টা আরকি! অংক কষার আগে কিছু তথ্য দিই।
-নির্বাচনে ৪২টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি।
-মিরপুরের একটি কেন্দ্রে মাত্র 51 ভোট পেয়ে বিজয়ী কামাল।
-মিরপুর এর অপর একটি কেন্দ্রে 12 টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 1 টি।
-বিতর্কিত নির্বাচন নিয়ে হতাশ আন্তর্জাতিক সম্প্রদায়।
-টেলিভিশনগুলোর লাইভ সম্প্রচার হতে প্রাপ্ত তথ্য মতে সর্বনিম্ন 0 হতে সর্বোচ্চ 20 শতাংশ এবং গড়ে 5 শতাংশ ভোট পড়েছে জালভোট ও নাবালক ভোটসহ।
-নির্বাচনে ভোট পড়েছে 10 শতাংশের ও কম (জাল ভোট সহ)।- ফেমা (দেশীয় পর্যবেক্ষণ সংস্থা)।
-কম ভোট পড়ার বিশ্বরেকর্ড হয়েছে- নিউইয়র্ক টাইমস।
- 2 দিন পর বিনোদন কমিশন এর গায়েবী তথ্য- ভোট পড়েছে এক কোটি ৬৫ লাখ ৩০ হাজার ৭৭৫। ভোটের হার 39 শতাংশ।
- উল্লেখ্য, দেশে মোট ভোটার সংখ্যা 9 কোটি 15 লাখ এবং সদ্য সমাপ্ত নির্বাচনে ভোটাধিকার প্রাপ্ত ভোটার সংখ্যা 4 কোটি 40 লাখ।
এবার অংক কষি।
--- তর্কের খাতিরে ধরে নিই, প্রতি কেন্দ্রে গড়ে 300 ভোট পড়েছে (যদিও প্রকৃতপক্ষে এর অর্ধেকও হয়তো পড়েনি)। তাহলে 18,000 কেন্দ্র X 300 ভোট/কেন্দ্র = 54 লাখ ভোট। (ভোট কেন্দ্র হিসেব কষার সুবিধার্থে রাউন্ড ফিগার রাখলাম)।
মোট ভোটারের সাথে প্রাপ্ত ভোটের অনুপাত = 54 লাখ/9 কোটি 15 লাখ = 5.88 %
ভোটাধিকারপ্রাপ্ত ভোটারের সাথে প্রাপ্ত ভোটের অনুপাত = 54 লাখ/ 4 কোটি 40 লাখ = 12.27%
---- ইসির বানোয়াট তথ্য আমলে নিলে ও মোট ভোটারের সাথে প্রাপ্ত ভোটের অনুপাত
= 1 কোটি 65 লাখ/9 কোটি 15 লাখ = 18.03 % ।
ভোটের টার্নওভার হিসেব করতে অবশ্যই সকল ভোটারকে হিসেবে আনতে হবে। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে যাদের তাদেরকে হিসেব হতেও বঞ্চিত করা হচ্ছে কোন বিবেচনায়?
বিষয়: বিবিধ
২৪৪৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভোটের হিসাব ঠিক তাই
যতই আমরা অংক করি
ফলাফল একটাই
মন্তব্য করতে লগইন করুন