জান্নাতের অতিথি এক শহীদের কথা
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৪ ডিসেম্বর, ২০১৩, ০২:৩৪:১৪ দুপুর
মৃত্যুর মুখে দাঁড়িয়ে নির্ভীক সাহসী উচ্চারণ,
প্রভুর সন্তুষ্টি লাভে চাই শহীদি মরণ।
অপরাধী নও তুমি, অসীম সাহসী অকুতোভয় বীর,
জালিমের তরে করনি নত তোমার উচ্চ শির।
নির্ভীক তুমি অসীম সাহস আমৃত্যু সত্যে অবিচল,
শহীদ তুমি জান্নাতের অতিথি হেরেছে বাতিলের ছল।
একটি প্রাণ শহীদ হয়েছে মহান প্রভুর তরে,
কোটি প্রাণ জেগেছে, নব উদ্যমে বাংলার ঘরে ঘরে।
কাপুরুষেরা কম্পমান ভয়ে সত্যের মোকাবেলায়,
হলুদ মিডিয়ায় গল্প সাজিয়ে মিথ্যার বেসাতি গায়।
সাক্ষী সাবুদ সব সাজোনো এ কোন ব্যাপার হায়?
ভুল লোককে আসামী বানিয়ে দিয়েছে ফাঁসির রায় ।
দেশ বিদেশে গায়েবানা জানাজায় কাঁদছে সারা বিশ্ব,
হাহাকার করছে কোটি হৃদয় হয়েছে রিক্ত নিঃস্ব।
মরেও তুমি অমর আজ কোটি হৃদয়ের মাঝ,
নব প্রেরণায় জনতা এবার ভাংবে বাতিল রাজ।
এমন জীবন তুমি করিলে গঠন,
হাসিমুখে জীবন দিলে কাঁদছে সারা ভুবন।
তুমি অমর, তুমি অব্যয়,তুমি আছ কোটি হৃদয়ের মাঝ,
তোমার প্রেরণায় গড়বো মোরা ইসলামী সমাজ।
বিষয়: বিবিধ
২০১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে সৃতি দিয়ে যায় বেদনা কিন্তু রেখে যায় অনুপ্রেরনা
তিনি অনেক বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা ছিলেন। মঈন ইউ আহমেদ নামক জানোয়ারটির সেনাপ্রধান হওয়ার আগের কথা। বিএনপি মঈনকে সেনাপ্রধান করার সিদ্ধান্ত নিয়েছে। আবদুল কাদের মোল্লা তখন ম্যাডাম খালেদা জিয়াকে এই মর্মে একটি বার্তা দিলেন -'মঈন ইসরাঈলী গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট। সুযোগ পেলেই সে ছোবল মারবে, মোসাদের এজেন্ডা বাস্তবায়ন করবে।' কিন্তু বিএনপি তে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরা , নষ্ট বামরা ম্যাডামকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল।
আল্লাহ তায়ালা শহীদ আবদুল কাদের মোল্লাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।
ছেড়ে অঝোরে জল,
শহীদি মৃত্যু দিও হে প্রভু
হতে চাই হামজার দল।
ধন্যবাদ প্রেসিডেন্ট। আবেগময়ী কবিতাটি ছূযে যাক প্রতিটি দায়ীর হৃদয়।
তিনি অনেক বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা ছিলেন। মঈন ইউ আহমেদ নামক জানোয়ারটির সেনাপ্রধান হওয়ার আগের কথা। বিএনপি মঈনকে সেনাপ্রধান করার সিদ্ধান্ত নিয়েছে। আবদুল কাদের মোল্লা তখন ম্যাডাম খালেদা জিয়াকে এই মর্মে একটি বার্তা দিলেন -'মঈন ইসরাঈলী গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট। সুযোগ পেলেই সে ছোবল মারবে, মোসাদের এজেন্ডা বাস্তবায়ন করবে।' কিন্তু বিএনপি তে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরা , নষ্ট বামরা ম্যাডামকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল।
আল্লাহ তায়ালা শহীদ আবদুল কাদের মোল্লাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।
কালীমা স্পর্শ করেনি কভু,
অপমান তার পাছে হয় তাই,
কোলেতে তুলিয়া নিলেন প্রভু৷
মন্তব্য করতে লগইন করুন