ফোনালাপ ফাঁসের মত অতি চালাকি করতে গিয়ে সরকারের গলায় দড়ির ফাঁস

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ৩০ অক্টোবর, ২০১৩, ০২:২৪:৩৮ দুপুর

অতি চালাকের গলায় দড়ি - এ প্রবাদটা আরো একবার প্রমাণ করেছে আওয়ামীলীগ। ফোনালাপ ফাঁস করে নিজেদের গর্তে তাঁরা নিজেরাই পড়েছে।

লক্ষ্য করুন-

১। ফোনালাপ নিয়ে এইচ টি ইমাম এর মিথ্যাচার জাতি জানতে পারলো।

২। ফোনালাপ ফাঁস ওয়াটারগেট কেলেংকারির চেয়েও নিকৃষ্ট অপরাধ। এটা একটা অতি নিম্ন শ্রেণীর প্রতারণা। এর মাধ্যমে আওয়ামীলীগ এর অশিষ্ঠাচার,অনৈতিকতা ও অসভ্যতার স্বরুপ জাতির কাছে উন্মোচিত হলো।

৩। শেখ হাসিনা বলেছিলেন -আমার এখানে কোন ক্যামেরা নাই। সরকারের তরফ হতে ফোনালাপ ফাঁসের পর শেখ হাসিনা নিজের পাশাপাশি দল হিসেবে আ.লীগ এর অনৈতিক চরিত্রের প্রকাশও ঘটিয়েছেন।

৪। শেখ হাসিনা সংলাপের ব্যাপারে আন্তরিক ছিলেননা ও নিমন্ত্রণ যথাযথ হয়নি এটাও বোঝা গেল। আর এছাড়া এতগুলো ড. ডিগ্রী নিয়ে যেভাবে আনস্মার্টলি বলেছেন-আমার সাথে আপনি খাবেন সেটা বেশ হাস্যকর লেগেছে। কোন দেশের প্রধানমন্ত্রী এতটা আনস্মার্ট, সেটা জনগণ মানতে পারেনা।

৫। বেগম জিয়া উত্তেজিত হলেও প্রতিটি কথাই ছিল যৌক্তিক, টু দ্য পয়েন্টভিত্তিক, উপস্থিত বুদ্ধিমত্তাসম্পন্ন ও শেখ হাসিনার অহেতুক খোঁচামারা কথা এবং অতীত কাসুন্দি ঘাঁটার যথাযথ জবাব। পূর্ব প্রস্তুতি ছাড়াও লগি-বৈঠা হত্যাকান্ড,৭১ পরবর্তী গণহত্যা, ছাত্রলীগ-যুবলীগ এর সন্ত্রাস,যুদ্ধাপরাধ, ফখরুদ্দীন মঈনউদ্দীন এর অসাংবিধানিক সরকার ইত্যাদি বিভিন্ন ইস্যুতে বেগম জিয়া যেভাবে স্মার্টলি শেখ হাসিনাকে আটকাতে পেরেছেন, তার বিপরীতে পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি নিয়ে ও শেখ হাসিনা যুক্তিতে না পেরে হরতাল প্রত্যাহার ও ডেড ফোন নিয়ে অহেতুক বিতর্ক করে সময় ক্ষেপণ করেছেন।

বিষয়: বিবিধ

১৭৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File