নির্বাচনকালীন সরকার নিয়ে নতুন প্রস্তাব

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৪ অক্টোবর, ২০১৩, ০৩:০৬:০৯ দুপুর

নির্বাচনকালীন সরকার নিয়ে অনেক রূপরেখা/ফর্মূলার কথা শোনা যাচ্ছে। এসব দেখে আমারও একটা প্রস্তাব দিতে লোভ হচ্ছে। একেবারে নামের তালিকা সহ একটি প্রস্তাব পেশ করলাম। একজন প্রধান উপদেষ্টা, বিএনপি হতে 3+আওয়ামীলীগ হতে 3+ জাপা (এরশাদ) হতে 2+জামায়াত হতে 1+ জাপা (নাজিউর) হতে 1 অর্থাৎ 10 উপদেষ্টা সহ সর্বমোট 11 সদস্য আছেন আমার প্রস্তাবে। দেখি জাতি কি বলে?

>> প্রধান উপদেষ্টা- ফজলুল আজিম (জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সদস্য)

>> বিএনপি হতে এম.কে.আনোয়ার,আব্দুল মঈন খান ও মীর নাসির।

>> আওয়ামীলীগ হতে তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু ও আফম রুহুল হক

>> জাপা (এরশাদ) হতে কাজী জাফর আহমেদ ও রওশন এরশাদ।

>> জামায়াতে ইসলামী হতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

>> জাপা (নাজিউর) হতে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

ফুট নোটঃ স্বতন্ত্র সদস্য ফজলুল আজিমকে পছন্দ না হলে আমিতো আছিই। অনলাইনে ডিজিটাল প্রেসিডেন্ট হয়ে আর মন ভরছেনা। এবার সত্যিকার প্রধান উপদেষ্টা হলে মন্দ হয়না। গত 5 বছরের চাইতে দেশ ঢের ভালো চলবে -এ আমি বলে রাখলুম।

আমার চেহারা সুরতও মাশাল্লাহ খ্রাপনা। আপনাদের পছন্দ হবে।



বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File