জয় বাংলা, জয় বাকসাল
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১১ এপ্রিল, ২০১৩, ০৩:০১:৫৫ দুপুর

জয় বাংলা, জয় বাকসাল,
বাংলা হচ্ছে লালে লাল।
দিল্লীর দাদাদের অট্টহাসি,
বাংলাদেশ এর হচ্ছে ফাঁসি।
সারাদেশে আজ মহাতন্ক,
ঝরছে রোজ তাজা রক্ত।


ডজন ডজন হলুদ মিডিয়া সৃষ্টি করিয়া,
গণতন্ত্রের কবর রচিয়া,
তবু ঘোচেনা আতন্ক,
মাহমুদুর রহমান কষে আবার কি যেন অন্ক!
![]()
মাহমুদুর রহমান দেশপ্রেমিক,
সংগ্রামী জনতা দিচ্ছে স্যালুট।
করে তাঁকে গ্রেফতার,
হোক যতই অত্যাচার,
বন্ধ হবেনা সত্যের সংগ্রাম,
চলছে, চলবে অবিরাম।
![]()

ঐ দেখ আসছে ধেয়ে,
শত বাধার মহাপ্রাচীর পেরিয়ে।
হেফাজতে ইসলামের সংগ্রামী সৈনিক,
পালিয়ে বাঁচবিনা বাকশালী কীট।
জয় বাংলা, মামলা হামলা,
জয় বাংলা, বাকসাল সামলা।
বিষয়: বিবিধ
৩৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন