জামায়াত-ই-ইসলামী তৃতীয় শক্তি!

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান ২৬ নভেম্বর, ২০১৩, ১১:২৬:৫৮ সকাল

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থার কর্মী এবং ফ্রি-লান্স সাংবাদিক উইলিয়াম নিকোলাস গোমেজ আমেরিকান অনলাইন খবর সংগ্রহকারী সংস্থা ‘হাফিংটন পোষ্ট’ এ ২৩/১১/২০১৩ তারিখে একটি প্রবন্ধ লিখেছেন। যার শিরোনাম হলো, “Repetitive Election Paralysis Syndrome and the Struggle for Meaningful Democracy in Bangladesh.” (নির্বাচনে পুনরাবৃত্তিমূলক অসাড়তার লক্ষণ এবং বাংলাদেশে অর্থবহ গণতন্ত্রের জন্য সংগ্রাম)। তিনি তাঁর নিবন্ধের একটি অনুচ্ছেদের শিরোনাম দিয়েছেন, ‘রাজনৈতিক বিকল্প : জামাত-ই-ইসলামী’। যা পিলে চমকে দেয়ার মতো।

উইলিয়াম নিকোলাস গোমেজ জামায়াতের ইতিবাচক এবং নেতিবাচক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। তবে তিনি বাংলাদেশের মানুষের চোখ দিয়ে জামায়তকে যেভাবে দেখেছেন তারও একটা বর্ণানা দিয়েছেন। বর্তমানে জামায়াতের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই এবং অতীতে অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের রাজনীতিতে কি ভূমিকা ছিল তা নিয়েও লেখেছেন। তিনি বিভিন্ন বিশ্লেষকের বিশ্লেষণ থেকে যা লিখেছেন তার মর্ম কথা হলো, জামায়াত যদি কৌশলগত দিক থেকে সঠিকভাবে সামনে এগুতে না পারে তাহলে পরিচয় হারাতে পারে। অপরদিকে এও বলা হয়েছে জামায়াত যদি এককভাবে কৃতকার্যতার সাথে দাঁড়িয়ে যেতে পারে এবং গণতান্ত্রিক পদ্ধতিকে ইসলামের মূল ভিতের উপলব্ধির সাথে যুক্তি-তর্ক দ্বারা প্রচার করতে পারে তাহলে জামায়াত অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে চালিকা শক্তি হিসাবে কাজ করতে পারে। উইলিয়াম নিকোলাস গোমেজের বিশ্লেষণের সাথে সহমত পোষণ করে কি বলা যাবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে জামায়াত-ই-ইসলামী পরিচয়হীন পড়বে অথবা মূল রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে?

বিষয়: বিবিধ

১৫২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File