বাংলাদেশে মুসলিমদের পরিচয়
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান ০২ আগস্ট, ২০১৭, ০১:০১:৪৩ দুপুর
ভাষা বা জাতি-রাষ্ট্র যদি হয় এখানকার মুসলিমদের পরিচয়ের মানদণ্ড, তাহলে মুসলিমগণ পরিচিতি লাভ করবেন বাঙ্গালী মুসলিম বা বাঙ্গালাদেশী মুসলিম হিসাবে এবং এযাবৎ তাই হয়ে আসছে। এতে কোনো আলেম-ওলামা বা একজন কট্টর মুসলিমও দ্বিমত পোষণ করেছেন এমনটি শোনা যায়না। বাঙ্গালী বা বাংলাদেশী শব্দ মুসলিমের আগে লাগানোর অর্থ যদি এই হয় যে, একজন মুসলিমকে চিন্তা-চেতনায় ও কাজে-কর্মে প্রথমে বাঙ্গালী বা বাংলাদেশী সংস্কৃতির শতভাগ অনুসারী হতে হবে এবং পরে সুযোগ পেলে মুসলিম সংস্কৃতির অনুসরণ করবে। তাহলে সেক্ষেত্রে দ্বিমত পোষণ করার যথেষ্ট অবকাশ রয়েছে।
আমাদের দেশের কিছু বুদ্ধিজীবি, বাঙ্গালী আগে নাকি মুসলিম আগে এ বিতর্কটি অহেতুক সৃষ্টি করেননি। তাঁদের নিজেদের আদর্শের মূল্যবোধের বাধ্যবাধকতা থেকেই তা করেছেন। আদর্শের দিক থেকে তাঁরা সমাজবাদ, পুঁজিবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ ইত্যাদিতে বিশ্বাসী। তাঁরা বুঝে-সুঝেই এবং সজ্ঞানেই নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য উল্লিখিত বিতর্ক সৃষ্টি করেছেন। তাঁরা ভালো করেই জানেন তাঁদের আদর্শের ইসলাম বিরোধী কথাগুলি মুসলিমদেরকে গেলানো যাবেনা। তাই তাঁরা সংস্কৃতির ডানায় ভর করে সামনে এগুচ্ছেন।
বিষয়: বিবিধ
৮১৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন