ইয়ে বাঙ্গাল হ্যায় (টুডে ব্লগের মডারেটর সাহেবের সৌজন্যে)

লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২১:০৫ রাত

গত কয়েকদিন ধরে বিস্তৃতপ্রায় একটি গল্পের পেছনে সার্চ লাইট জ্বালিয়ে ছুটছি। কিন্তু মেঘে মেঘে মনে হয় বেলা ঠিকই গড়াচ্ছে। যদিও আমার ছোট মেয়েটি আমার এ ধরণের অভিযোগের জবাবে আমার মাথার চুল আতি পাতি খুঁজে অস্থির হয়ে বলে – আম্মু, চুল পাকলেই না মানুষ বুড়ো হয়। আমি তো তোমার মাথায় পাকা চুল খুঁজে পাচ্ছিনা। আমি তখন বুড়ো মানুষের গলায় দীর্ঘশ্বাস ছেড়ে বলি- নারে মা, পাকা চুল না থাকলে কি হল। ঠিকই বুড়ো হয়ে যাচ্ছি। আমার বড় দু মেয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে- আম্মু ,তুমি খুব ফানি।

যাক আলহামদুলিল্লাহ! গল্পটি শেষ পর্যন্ত মনে পড়ে গেল। হুবুহু না হলে ও যতটুকু পারি সেটাই পরিবেশন করি। একবার একদল ছেলে মেয়ে ট্রেনে করে কোথায় যেন যাচ্ছিল। এর মধ্যে এক গ্রাম্য লোক একটি ঝাঁকা নিয়ে ট্রেনে উঠলো। ঝাঁকা ভর্তি অসংখ্য কাঁকড়া কিলবিল করছে। বেশ কিছুক্ষণ পর একটি মেয়ে দেখলো এতগুলো কাঁকড়ার মধ্য হতে একটি কাঁকড়া ঝুঁড়ির ধার বেয়ে বেয়ে উপরে উঠে আসার চেষ্টা করছে। মেয়েটি ভয়ে চিৎকার করে উঠলো। তখন সবাই যখন বিষয়টি ঝাঁকা ওয়ালার দৃষ্টি আকর্ষণ করল। কিন্তু লোকটি কাঁকড়াটিকে সরানোর চেষ্টা না করে নির্বিকার গলায় বিড়িতে সুখটান দিতে দিতে মেয়েটির দিকে তাকিয়ে বলল- মাইজী ডরাও মাত। ইয়ে বাঙ্গাল হ্যায়। মেয়েটি তো এ কথার মাথামুন্ড কিছুই বুঝলোনা। তাই ভয়ে ভয়ে ঝাঁকার দিকে আড়চোখে তাকিয়েই রইলো। হঠাৎ সে অবাক হয়ে খেয়াল করলো এতক্ষণ চেষ্টা করে প্রায় অনেক খানি উপরে উঠে আসা কাঁকড়াটিকে অন্য একটি কাঁকড়া এসে পা টেনে নিচে নামিয়ে ফেলল। এভাবে সারাটি পথে যতবারই কোন না কোন কাঁকড়া উপরে উঠে আসার চেষ্টা করে অন্য আর একটি কাঁকড়া এসে সেটাকে টেনে নামিয়ে ফেলে। তাই মেয়েটি দেখলো দীর্ঘক্ষণ চেষ্টা করেও একটি কাঁকড়া ও ঝাঁকা ছেড়ে বাইরে আসতে পারলো না।

গল্পটি মনে পড়লো আসলে টুডে ব্লগের মডারেটর সাহেবের কথা চিন্তা করে। সোনার বাংলা ব্লগ চলছিল। এক সময় তা সরকারের পক্ষ হতে বন্ধ করে দেয়া হল। এরপর শুরু হল টুডে ব্লগের উপর শনির দৃষ্টি । একে একে কতবার বন্ধ করা হল। কিন্তু আলহামদুলিল্লাহ মডারেটর সাহেব আবার আবার তা চালু করলেন। তাই বলবো সরকার যদি নিজকে কাঁকড়া ঠাওরে ‘’বাঙ্গাল’’ এর ভূমিকায় অবতীর্ণ করতে চান তাহলে তাকে মনে রাখতে হবে আমরা কিন্তু তার মত কাঁকড়া নই। বরং আমরা সেই ঝাঁকা ওয়ালার মত তাচ্ছিল্যের ভঙ্গিতে বলবো- এই দিন দিন নয় আরো দিন আছে। যে সব ব্লগ ইসলামের ব্যাপারে আপত্তিকর ভূমিকা রাখছে শক্তি থাকলে তাদের বন্ধ করে দেখান আপনারা ও মুসলমান। কিন্তু এক ঝাঁক কলম সৈনিক তৈরির যে স্বপ্ন নিয়ে টুডে ব্লগ পথ চলছে ইনশাআল্লাহ সেই পথ চলা কখনো থামবে না। আর সেই পথ চলায় আমরা প্রতিটি দেশপ্রেমিক ব্লগার সব সময় টুডে ব্লগের পাশে ছিলাম এবং আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175639
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
শেখের পোলা লিখেছেন : অবশ্যই সহমত এবং ধন্যাবাদ৷
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫০
128902
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক ধন্যবাদ সহমত প্রকাশের।
175641
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
মারজান বিন ছনা লিখেছেন : এক ঝাঁক কলম সৈনিক তৈরির যে স্বপ্ন নিয়ে টুডে ব্লগ পথ চলছে ইনশাআল্লাহ সেই পথ চলা কখনো থামবে না। আর সেই পথ চলায় আমরা প্রতিটি দেশপ্রেমিক ব্লগার সব সময় টুডে ব্লগের পাশে ছিলাম এবং আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।

পিলাচ/ ধন্যবাদ Good Luck
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫১
128904
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ধন্যবাদ ভাই।
175650
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৫
আবু ফারিহা লিখেছেন : সহমত এবং ধন্যবাদ আপনাকে।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫২
128905
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।
175654
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৯
সিকদারর লিখেছেন : টুডে ব্লগের চলার পথ মসৃন না হলেও তার পদক্ষেপ দীপ্ত , দৃঢ় ও দূ্র্জয় তাই কেউ তার করিতে পারিবে না ক্ষয়, হইবে না সে এতটুকু লয়।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৩
128906
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
175658
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অপণস একমত আমরা সব সময় টুডে ব্লগের পাশে ছিলাম এবং আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
128907
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক ধন্যবাদ।
175691
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০০
পলাশ৭৫ লিখেছেন : টুডে ব্লগের মডারেটর সাহেবের সৌজন্যে Happy) Happy) Day Dreaming Day Dreaming
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৯
128916
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : নারে ভাই অন্য কিছু মনে কইরেন না। এই যে একটি কাজ বার বার শুরু করা আবার বন্ধ আবার শুরু করা বিষয়টি নিয়ে আমি খুব ভেবেছি।তাই গল্পটি মনে পড়লো।
175700
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৫
মাটিরলাঠি লিখেছেন : সহমত। জাজাকাল্লাহু খাইরান।
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২০
128917
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
175706
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : ব্লগার এবং ব্লগ কতৃপক্ষের প্রতি প্রেরণামূলক গল্পটির জন্য অনেক ধন্যবাদ।
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২০
128918
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ধন্যবাদ লোকমান ভাই।
175711
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার গল্পটির জন্য অসংখ্য ধন্যবাদ।
এই রকম আরেকটা গল্প হচ্ছে বাঙ্গালির দোজখে নাকি পাহরাদার লাগেনা। তবে আমরা ব্লগাররা ইনশাআল্লাহ প্রমান করব আমরা তা নই।
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২১
128919
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ইনাশাআল্লাহ! সেই সুন্দর সম্পর্কের ভিত যাতে আমরা সবাই তৈরী করতে পারি।ধন্যবাদ ভাই।
১০
175713
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৮
আহমদ মুসা লিখেছেন : আর সেই পথ চলায় আমরা প্রতিটি দেশপ্রেমিক ব্লগার সব সময় টুডে ব্লগের পাশে ছিলাম এবং আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।

গতকাল এ নিয়ে মিজানুর রহমান মিজান (এম আর এম) নামক নবাগত এক ব্লগারের ব্লগে খুব লম্বা একটি মন্তব্য করেছি। এখানেও আপনার সাথে সহমতপোষণ করছি।
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২২
128920
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
১১
175747
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৪
ইবনে আহমাদ লিখেছেন : আমরা ছিলাম,আমরা আছি,আমরা থাকবো ইনশাআল্লাহ।
আপনার সাথে একমত। টুডের সাহসি মডারেটর মানুষটাকে আন্তরিক দোয়া রইল।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৭
129100
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
১২
175750
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৯
রাইয়ান লিখেছেন : আপু , এই সরকার ইসলাম ও মুসলমানের পক্ষে যায় এমন কোনো কাজ করেছে বলে মনে করতে পারবেন ! Frustrated এরা আমাদের চিরকাল নামাতেই চাইবে , কিন্তু আল্লাহর ভয় ও রহমতকে পুঁজি করে আমাদের সবসময় উপরে ওঠার চেষ্টা জারি রাখতে হবে।

আপনার লেখা ও গল্পটা খুবই ভালো লাগলো , শুকরিয়া ! Happy
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৯
129103
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ।
১৩
175753
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২১
বৃত্তের বাইরে লিখেছেন : আপু টুডে ব্লগের মডারেটর সাহেব ভালো সাঁতার জানেন। শুধু ঝুড়ি কেন সাগরের মাঝখানে ছেড়ে দিলেও সাঁতরে ঠিক কিনারে চলে আসবেন ইনশাল্লাহ Love Struck

আপনার লেখাটা ভাল লাগলো Good Luck Rose
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৪
129105
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আপনিতো আরো সুন্দর করে বললেন। অনেক ধন্যবাদ আপনাকে।
১৪
176318
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫০
ইবনে হাসেম লিখেছেন : আলহামদুলিল্লাহ, খুউব খুউব সুন্দর করে উপস্থাপন করেছেন, সুন্দর একটি বিষয়। আমাদের জন্য দোয়া করবেন, যেন গঠনমূলক কিছু লিখায় মনোনিবেশ করতে পারি। ভেতরে যা আছে মনে হয় এক লীগ মার্কা অফিসেই সব নিংড়ে দিয়ে আসতে হয় রোজ রোজ। ঘরে এই নিয়ে আবার কতো অশান্তি.....
১৫
176421
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ। মন খারাপ করবেন না। জীবন কি আর সব সময় আমাদের প্রত্যাশার সীমানা ধরে এগোয়? তবে তার পর ও সান্তনা এই যে - এই দিন দিন নয় আরো দিন আছে...
১৬
179414
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
বিন হারুন লিখেছেন : অনেক সুন্দর উপমা দিলেন. বেশ ভাল লাগল Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File