ইয়ে বাঙ্গাল হ্যায় (টুডে ব্লগের মডারেটর সাহেবের সৌজন্যে)
লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২১:০৫ রাত
গত কয়েকদিন ধরে বিস্তৃতপ্রায় একটি গল্পের পেছনে সার্চ লাইট জ্বালিয়ে ছুটছি। কিন্তু মেঘে মেঘে মনে হয় বেলা ঠিকই গড়াচ্ছে। যদিও আমার ছোট মেয়েটি আমার এ ধরণের অভিযোগের জবাবে আমার মাথার চুল আতি পাতি খুঁজে অস্থির হয়ে বলে – আম্মু, চুল পাকলেই না মানুষ বুড়ো হয়। আমি তো তোমার মাথায় পাকা চুল খুঁজে পাচ্ছিনা। আমি তখন বুড়ো মানুষের গলায় দীর্ঘশ্বাস ছেড়ে বলি- নারে মা, পাকা চুল না থাকলে কি হল। ঠিকই বুড়ো হয়ে যাচ্ছি। আমার বড় দু মেয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে- আম্মু ,তুমি খুব ফানি।
যাক আলহামদুলিল্লাহ! গল্পটি শেষ পর্যন্ত মনে পড়ে গেল। হুবুহু না হলে ও যতটুকু পারি সেটাই পরিবেশন করি। একবার একদল ছেলে মেয়ে ট্রেনে করে কোথায় যেন যাচ্ছিল। এর মধ্যে এক গ্রাম্য লোক একটি ঝাঁকা নিয়ে ট্রেনে উঠলো। ঝাঁকা ভর্তি অসংখ্য কাঁকড়া কিলবিল করছে। বেশ কিছুক্ষণ পর একটি মেয়ে দেখলো এতগুলো কাঁকড়ার মধ্য হতে একটি কাঁকড়া ঝুঁড়ির ধার বেয়ে বেয়ে উপরে উঠে আসার চেষ্টা করছে। মেয়েটি ভয়ে চিৎকার করে উঠলো। তখন সবাই যখন বিষয়টি ঝাঁকা ওয়ালার দৃষ্টি আকর্ষণ করল। কিন্তু লোকটি কাঁকড়াটিকে সরানোর চেষ্টা না করে নির্বিকার গলায় বিড়িতে সুখটান দিতে দিতে মেয়েটির দিকে তাকিয়ে বলল- মাইজী ডরাও মাত। ইয়ে বাঙ্গাল হ্যায়। মেয়েটি তো এ কথার মাথামুন্ড কিছুই বুঝলোনা। তাই ভয়ে ভয়ে ঝাঁকার দিকে আড়চোখে তাকিয়েই রইলো। হঠাৎ সে অবাক হয়ে খেয়াল করলো এতক্ষণ চেষ্টা করে প্রায় অনেক খানি উপরে উঠে আসা কাঁকড়াটিকে অন্য একটি কাঁকড়া এসে পা টেনে নিচে নামিয়ে ফেলল। এভাবে সারাটি পথে যতবারই কোন না কোন কাঁকড়া উপরে উঠে আসার চেষ্টা করে অন্য আর একটি কাঁকড়া এসে সেটাকে টেনে নামিয়ে ফেলে। তাই মেয়েটি দেখলো দীর্ঘক্ষণ চেষ্টা করেও একটি কাঁকড়া ও ঝাঁকা ছেড়ে বাইরে আসতে পারলো না।
গল্পটি মনে পড়লো আসলে টুডে ব্লগের মডারেটর সাহেবের কথা চিন্তা করে। সোনার বাংলা ব্লগ চলছিল। এক সময় তা সরকারের পক্ষ হতে বন্ধ করে দেয়া হল। এরপর শুরু হল টুডে ব্লগের উপর শনির দৃষ্টি । একে একে কতবার বন্ধ করা হল। কিন্তু আলহামদুলিল্লাহ মডারেটর সাহেব আবার আবার তা চালু করলেন। তাই বলবো সরকার যদি নিজকে কাঁকড়া ঠাওরে ‘’বাঙ্গাল’’ এর ভূমিকায় অবতীর্ণ করতে চান তাহলে তাকে মনে রাখতে হবে আমরা কিন্তু তার মত কাঁকড়া নই। বরং আমরা সেই ঝাঁকা ওয়ালার মত তাচ্ছিল্যের ভঙ্গিতে বলবো- এই দিন দিন নয় আরো দিন আছে। যে সব ব্লগ ইসলামের ব্যাপারে আপত্তিকর ভূমিকা রাখছে শক্তি থাকলে তাদের বন্ধ করে দেখান আপনারা ও মুসলমান। কিন্তু এক ঝাঁক কলম সৈনিক তৈরির যে স্বপ্ন নিয়ে টুডে ব্লগ পথ চলছে ইনশাআল্লাহ সেই পথ চলা কখনো থামবে না। আর সেই পথ চলায় আমরা প্রতিটি দেশপ্রেমিক ব্লগার সব সময় টুডে ব্লগের পাশে ছিলাম এবং আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১৫৩৬ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিলাচ/ ধন্যবাদ
এই রকম আরেকটা গল্প হচ্ছে বাঙ্গালির দোজখে নাকি পাহরাদার লাগেনা। তবে আমরা ব্লগাররা ইনশাআল্লাহ প্রমান করব আমরা তা নই।
গতকাল এ নিয়ে মিজানুর রহমান মিজান (এম আর এম) নামক নবাগত এক ব্লগারের ব্লগে খুব লম্বা একটি মন্তব্য করেছি। এখানেও আপনার সাথে সহমতপোষণ করছি।
আপনার সাথে একমত। টুডের সাহসি মডারেটর মানুষটাকে আন্তরিক দোয়া রইল।
আপনার লেখা ও গল্পটা খুবই ভালো লাগলো , শুকরিয়া !
আপনার লেখাটা ভাল লাগলো
মন্তব্য করতে লগইন করুন