বিড়ম্বনা
লিখেছেন লিখেছেন সালমান আরজু ২৭ জানুয়ারি, ২০১৩, ০৬:৪৬:২৮ সন্ধ্যা
আমার এক স্কুল ফ্রেন্ড, যে কি না এখন একজন পুরাদস্তুর millionaire ব্যবসায়ী, অথচ ডিগ্রিটা complete করতে পারে নি ঠিকমত। একদিন আমাকে জিজ্ঞেস করল, ''তুমি যে university 'র মাস্টার হয়েছ, তোমার ছাত্র-ছাত্রীরা কি তোমাকে মানে?'' তার এ প্রশ্নের অবশ্য একটা কারন আছে। একে তো আমি দেখতে-শুনতে বেশ ছোট-খাট মানুষ, দেখায়ও কম বয়সী। আমার এক মেসমেট তো একদিন বলেই বসলেন, ''জানেন স্যার, আপনি মেসে উঠার আগে কাওসার ভাই আমাদের বলেছিলেন, university'র একজন প্রফেসর নাকি আমাদের সাথে থাকবেন। আমরা তো প্রথমদিন প্রফেসর সাহেবকে দেখে ভাবলাম, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে!! ''
তাছাড়া আমি একটু ঠাণ্ডা মেজাজের মানুষ হওয়ায় আমার এ বন্ধুটির প্রশ্ন করাটা শুধু স্বাভাবিকই নয়, বরং ক্ষেত্র বিশেষে অনিবার্য।
আমি তাকে বললাম, university তে সব ছাত্র-ছাত্রীরাই matured, তাদের সামনে মাস্টারি ফলানোর কিছু আমি দেখি না। আমি তাদের কতটুকু আপন হতে পারলাম, তাদের কাছে কতটুকু নির্ভরযোগ্য হতে পারলাম, তা ই বিবেচ্য। ভাব দেখানোর কিছু নেই। যেসব teacher রা ভাব দেখান, তাঁদেরকে student রা সামনে সালাম সালাম করলেও পেছনে গিয়ে ১৪ গোষ্ঠী উদ্ধার করে। সে তুলনায় student দের কাছে আপন হওয়াটা অনেক বেশি দরকার।
কিন্তু ইদানিং আমার এ চিন্তা-ধারায় একটু চিড় ধরেছে। কিছু student দেখা যাচ্ছে, আমার ক্লাসে অনেক কম সিরিয়াস। তারা হয়তো ভাবছে, স্যার এর ক্লাসে আমরা যাই কিছু করি না কেন, তিনি আমাদেরকে তেমন কিছু করবেন না বা বলবেন না। অথচ আমার বিশ্বাস ছিল, এই student রা অন্তত আমার ক্লাসে বেশি সিরিয়াস হবে যেহেতু আমি তাদের অনেক আপন।
বুঝতে পারছি না ভুলটা কোথায়! হিতে বিপরীত দেখতে পাচ্ছি এখানে!
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন