বাঁশেরকেল্লার নতুন পেইজ।
লিখেছেন লিখেছেন কাজী মুস্তাহিদুজ্জামান ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১৫:৩২ সন্ধ্যা
বাঁশেরকেল্লা - Basherkella
আমরা ছিলাম, আছি এবং থাকব-ইনশা-আল্লাহ। আপনাদের ভালবাসায় আমরা মাত্র তিন মাসে ৪১ হাজার ফ্যান পেয়েছিলাম। সেই আপনাদের নিয়েই পথ চলতে চাই, চলব।
আরেকটি কথা বলে রাখি, আমাদের আগের পেইজ, যার ঠিকানা ছিল http://www.facebook.com/basherkellapage । বর্তমান সরকারের কন্ঠ রোধের মানসিকতা তো আর আজ থেকে নয়! বহু আগে থেকেই চলে আসছে। সেই বাকশাল গঠনের সময় থেকেই এটা স্পষ্ট। আজ ২০১৩ তে এসেও তারা তাদের সে মনোভাব ও দৃষ্টি ভঙ্গী পরিবর্তন করতে পারলো না। আফসোস।
চ্যানেল ১, আমারদেশ পত্রিকা তো তারাই বন্ধ করেছিল। চ্যানেল-১ আজো খুলে দেয়নি।
আমরা আমাদের পেইজ থেকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলতাম। বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন ছিল আমাদের অনন্য চেষ্টার ফসল। সরকার সহ্য করতে পারেনি।
সরকারের বিশেষ উদ্যোগে আমাদের পেইজটি বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। বিদেশ থেকে দেখা যাচ্ছে, যতদূর খোজ নিয়েছি। আর মোবাইল থেকেও অনেকে বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন। তবে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। সম্ভব হলে আমরা আবার আমাদের আগের পেইজকেই আপনাদের সামনে নিয়ে আসব। তার আগ পর্যন্ত এই পেইজ ই হবে আমাদের পেইজ। http://www.facebook.com/newbasherkella
আমরা আপনাদেরকে আমাদের সাথে চাই। ইনশা-আল্লাহ আমাদের গতি কেউ থামাতে পারবেনা।
ফি আমানিল্লাহ।
বিষয়: বিবিধ
১৬৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন