নাস্তিক ব্লগ আমার ব্লগ হ্যাক!!!!!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন কাজী মুস্তাহিদুজ্জামান ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৫:১৭ বিকাল





নাস্তিক ও ইসলাম বিরোধী ব্লগ হিসেবে পরচিত "আমার ব্লগ" কে তুর্কি Bordo-Blue 61 নামক একটি হ্যাকার দল হক করেছে,তুর্কি হ্যাকাররা আন্তর্জাতিক ভাবে বর্তমানে সবচেয়ে শক্তিশালী এবং তারা নিজেদের আন্তর্জাতিক বিশ্বে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তারা "আমার ব্লগ" কে যে মেসেজ দিয়েছে তা হলো-

"আমরা কোন মিথ্যা বিচার চাই না,এই বিচার ট্রাইবুনাল রাজনৈতিক ষড়যন্ত্র।

সব ইসলামী নেতাদের সম্মান করুন, প্রত্যেকেরই একটি ন্যায্য বিচারের অধিকার রয়েছে।

আমরা বিশ্বাস করি যে এই আদালত বাংলাদেশ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক চলছে।

বাংলাদেশে যেই আলেমদের ধরা হয়েছে তারা কোন যুদ্ধাপরাধী নয়,তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত করা হচ্ছে,তাদের দোষারোপ করবেন না।

এটি শুধু একটি সতর্কবার্তা ! পরবর্তী সময় আমরা সমস্ত তথ্য মুছে দিতে বাধ্য হব।(শুধু তাই নয় এই ট্রাইবুনাল নিরপেক্ষ না হলে বাংলাদেশ সাইবার স্পেস ধ্বংস করার হুমকি দিয়েছে) বিশ্বাস না হয় একটু ঘুরেই আসুন http://www.amarblog.com





*পোস্টটি সকলে লাইক ও শেয়ারের মাধ্যমে আপানর বন্ধুদের দেখার সুযোগ করে দিন।

বিষয়: বিবিধ

১৯০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File