ব্লগটিকে ঘিরে কিছু প্রত্যাশা
লিখেছেন লিখেছেন সূর্য রশ্মি ০১ জানুয়ারি, ২০১৩, ০৬:১৩:৩৮ সন্ধ্যা
বর্তমানে মানুষের মতামতের একটি প্রধান প্লাটফর্মে পরিনত হয়েছে বাংলা কমিউনিটি ব্লগগুলো। এরই ধারাবাহিকতায় আরও একটি নতুন ব্লগ 'টুডে' ব্লগের আগমন। আশা করি নিজস্ব মত প্রকাশের একটি সুন্দর উদাহরন সৃষ্টি করবে এই ব্লগ। অযাচিত পোস্টে মডারেশন না করে কেবল গালাগালি এবং যেসব বিষয় ব্লগকে কলুষিত করে সেগুলোর ব্যাপারে জিরো টলারেন্স চাই।
একটা বিষয় খারাপ লেগেছে এর ডিজাইনটা নকল করা হয়েছে। আশা করি পরবর্তিতে আকর্ষনীয় ডিজাইন করা হবে ব্লগটিকে। ব্লগটির সাফল্য কামনা করছি।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন