কবর চুরি! নাকি মনুষ্যত্ব বিসর্জন?
লিখেছেন লিখেছেন বলা সহজ ০১ জানুয়ারি, ২০১৩, ০৬:১৯:৩৭ সন্ধ্যা
"ধরেন ছয় মাস হইয়া গেল কবর দিছে, কিন্তু দুই মাস পর থেইক্কাই লাশের স্বজনগো কোনো খোঁজ-খবর নাই। আমগোরেও কয় নাই কবর দেখতে, তখন ওই কবর থেইকা হাড়গোড় সরাইয়া নতুন লাশের দাফন করা হয়। এটাই হইলো কবর চুরি।" এই সংবাদ টি একটু আগে পড়লাম। আমাদের হৃদয় এত বেশি সর্বংসহা হয়ে গিয়েছে যে এই সংবাদ পড়ে তেমন কোন ভাবান্তর হলো না। তবে ভিতরে হয়তো অজান্তে মনুষ্যত্বের কিছু ছিটেফোটা এখনো রয়ে গিয়েছে তাই এই বিষয়টি সবার নজরে আনার প্রয়োজন মনে করলাম। পুরো বিষয়টি পড়ার পর মনে হলো এসব না পড়াই ভালো ছিল। কেউ পড়তে চাইলে এই লিংক থেকে পড়তে পারবেন। ( http://www.banglanews24.com/detailsnews.php?nssl=c99af80f7f0be36c8c930918e3899ab5&nttl=01012013162649 ). আমরা মৃত্যুর আগে প্রতি মুহুর্তে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখ্খীন হই। বাংলাদেশে জন্ম নেয়ায় মৃত্যুর পরও আমাদের শান্তি নেই। দূর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে এটা পুরানো কথা। মানুষ কবরে যেতেও ঘুষ দিয়ে যেতে হয় এটা জানলাম এই সংবাদ টি পড়ে। আচ্ছা, ইসলামে কোথাও কি আছে দোয়া করার জন্য হাদিয়া প্রদান বাধ্যতামূলক? আচ্ছা যে মৌলানা সাহেব কবরে দোয়া করার জন্য হাদিয়া প্রাপ্তি সাপেক্ষে দোয়া করেন, তার দোয়া কি আদৌ কবুল হবে? আমরা তো জানি যিনি দোয়া কবুল করার মালিক, তিনি যে কারো দোয়া কবুল করবেন, যদি সেটা যথাযথ হয়। তাহলে আমরা কেন নিজেরা নিজেদের আত্মীয়দের কবরে নিজেরা দোয়া না চেয়ে ভাড়াটিয়া মৌলানা দিয়ে দোয়া প্রার্থনা করি? আর কবর নিয়ে, লাশ নিয়ে এই যে ব্যবসা চলছে কর্তৃপক্ষ সব জেনেও কোন ব্যবস্থা নেয়না কেন? কর্তৃপক্ষের সবাই কি নিজেদের অমর ভাবা শুরু করেছেন? নাকি তাদের নিজেদেরকে ভাগ্যের হাতে সঁপে দিয়েছেন?
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন