ফেইসবুক!
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ ডিসেম্বর, ২০১৬, ১০:৫৭:৪০ রাত
আমার এক অাত্মীয়ের মেয়ে কলেছে পড়ে। ফেইসবুকে তার ছবিসহ আইডির সন্ধান পেয়ে তার মাকে বিষয়টি শেয়ার করি। শেয়ার করেছি এই কারণে যে, সে সেজেগুজে পোজ মেরে ছবি দিয়েছে। যা দেখতে আমার ভাল লাগেনি। মা তার মেয়েকে আমার সামনে হাজির করলে তাকে বলি " দেখ! ছবি না দিয়ে অনেক বোন/আপু/খালা ফেবু ইউজ করে। তারা লিখালিখিও করে। তাদেরকে কোন সমস্যায় পড়তে হয় না। তুমি ও এই কাজ করতে পার।" উত্তরে সে বলে " আমার ডিপার্টমেন্টের এক ছেলে ছবি তুলে আমার নামে ফেইক আইডি খুলেছিল। এখনো আছে। ডিলেট করা যাচ্ছেনা।"
ফান করে অারেক জনের ছবি দিয়ে ফেইসবুক চালানো জগন্য অপরাধ। ফেইসবুকে এই কাজটি বেশী হচ্ছে। বিশেষ করে ছাত্র/ছাত্রিরা একধাপ এগিয়ে।
মনে রাখতে হবে যে, ছবি তুলতে, ছবি শেয়ারে সাবধান না হলে যে কোন সময় বিপদে পড়ার আশাংখা রয়েছে। কারণ ভার্চুয়াল জগতে গড়ে উঠা সম্পর্কগুলো কচু পাতার পানির মতই। আজ বন্ধু তো কাল শত্রু।
বিষয়: বিবিধ
১৪১২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন