ভালো শিক্ষা ও প্রশিক্ষণ
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০১ মে, ২০১৬, ০২:০৯:৫৪ দুপুর
[♦♦ভালো শিক্ষা ও প্রশিক্ষণ♦♦]
===========================
রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেনঃপিতা
নিজের সন্তানকে যা কিছু প্রদান করেন তার মধ্যে সবচেয়ে উত্তম হলো ভালো শিক্ষা ও প্রশিক্ষণ।
অপ্রিয় হলেও সত্য যে,
পিতা-মাতার
অবহেলা
অযত্ন ও
কড়া শাষনের অভাবে
সন্তান
বেনামাযী
চরিত্রহীন
লম্পট
দুর্নিতিবাজ
চাঁদাবাজ
অথ্যাৎ সকল
অপকর্মের অধিকারী হয়।
ভালো শিক্ষা বলতে কুরআন ও হাদিসের শিক্ষাকে বুঝায়। সন্তানকে কুরআন ও হাদিসের শিক্ষা দিলে সন্তান সকল প্রকার অপকর্ম থেকে দুরে থাকবে বলে আশা করা যায়। কিন্ত আজকাল পিতা-মাতারা সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তানকে দুনিয়াতে সুখের সাগরে বসবাস করার জন্য দুনিয়াবী শিক্ষা দিয়ে থাকেন। যেখানে কোরআন ও হাদিস শিক্ষা নাই বললেই চলে। ইসলামিক জ্ঞান না থাকার কারনে সন্তান ইসলাম থেকে দুরে সরে থাকে। এর জন্য পিতা-মাতাই দায়ী। পিতা-মাতার দুআর বরকতে সন্তান জান্নাত লাভ করতে পারে তেমনি সন্তানের দুআয় পিতা-মাতাও জান্নাত লাভ করতে পারে। সবাই যদি কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে ব্যর্থ হয় তাহলে পরকালে কঠিন অবস্থায় পরতে হবে। জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তাই সন্তানকে কোরআন ও হাদিসের বানীসহ ভালো শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া পিতা-মাতার কর্তব্য।
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন