বায়োমেট্রিক পাস
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ৩০ এপ্রিল, ২০১৬, ০৭:৫৩:০৩ সন্ধ্যা
\\বায়োমেট্রিক পাশঃ\\
একটি সিমের বায়োমেট্রিক করতে গিয়ে আরেকটি সিম কিনেছি। (এমন ভাবে আবদার করলো না কিনে পারলাম না) সেটিও বায়োমেট্রিক করেছি। বউয়েরটাও নিজের আঙ্গুলের চাপ দিয়ে করেছি। (বিপদ আসলে আমার উপর দিয়েই যাবে)
প্রবাসে ছিলাম বলে আইডি কার্ড বানাতে পারিনি। তাই পাসপোট কপি দিয়েই সব কাজ শেষ করতে হয়। পাসপোট দেখালেই মনে করে মালদার পাটি। (কত যে কস্টে আছি কেউ বুঝে না)
আসল কথায় আসি, বায়োমেট্রিক পাশ করার পরেও রবি থেকে ম্যাসেজ দেয়" নিকতস্থ রবি সেন্টারে আজই যোগাযোগ করুন। মজার ব্যাপার হচ্ছে বায়োমেট্রিক পাশের সাটিফিকেট পাইনি। (রেজিস্ট্রেশনের প্রিন্ট কপি)
ফেবুর পাতায় বায়োমেট্রিকের উপর মজার মজার ছবি ও স্টাটাস দেখে ব্যাপক বিনোদন পাই।
গত ডিসেম্বরে আইডি কার্ডের জন্য আবেদন করেছিলাম। আজই কার্ড পাইনি। কত জায়গায় যে ঘুরতে হবে আল্লাহই জানে। জনগনকে দৌড়ের উপর রেখেছে এই সরকার।
বিষয়: বিবিধ
১৬৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন