۩۞۩ আমার পকেটে টাকা আছে, হাটে আছে গরু। যাবো আর কিনবো। এতে আবার ইনশাআল্লাহ বলতে হবে কেন? ۩۞۩
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৬ মার্চ, ২০১৩, ১২:২৮:৫১ দুপুর
একটি লোক হাটে যাচ্ছিল গরু কিনতে।
রাস্তায় এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ “কোথায় যাচ্ছ?”
বললোঃ গরু কিনতে।
লোকটি বললোঃ ভাল কাজে ইনশাআল্লাহ বলতে হয়।
সে বললোঃ এতে আবার ইনশাআল্লাহ বলার কি আছে? আমার পকেটে টাকা আছে, হাটে আছে গরু। যাবো আর কিনবো। এতে আবার ইনশাআল্লাহ বলতে হবে কেন?
বেচারা লোকটি চুপ হয়ে গেল।
অতঃপর হাটে গিয়ে সে একটি গরু পছন্দ করলো। দাম-দর ঠিক করে টাকার জন্য পকেটে হাত দিল। পকেটে হাত নিচের দিক দিয়ে বাহির হয়ে পড়লো। টাকা নাই। পকেট কেটে নিয়ে গেছে। হায়রে ইনআশাল্লাহ! একি হলো? পকেটে হাত ঝুলাতে ঝুলাতে লোকটি ফিরে যাচ্ছিল।
রাস্তায় সেই লোকটির সাথে আবার দেখা। জিজ্ঞাসা করলোঃ কি ভাই গরু কেনা হয়েছে?
বললোঃ কি আর বলবো, ইনশাআল্লাহ।
ঃ কেন? কি হয়েছে?
ঃ হাটে গেলাম ইনশাআল্লাহ।
ঃ তারপর?
ঃ গরু পছন্দ করলাম ইনশাআল্লাহ। দর-দাম ঠিক হলো ইনশাআল্লাহ। টাকার জন্য পকেটে হাত দিয়েছি ইনশাআল্লাহ। কিন্তু পকেটমার কেটে নিয়ে গেছে ইনশাআল্লাহ। গরু কেনা হয়নি ইনশাআল্লাহ। বাড়ী ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ।
এইভাবে হাত দুলাতে দুলাতে এবং ইনশাআল্লাহ বলতে বলতে লোকটি বাড়ী ফিলে গেল।
কিন্তু এখন আর ইনশাআল্লাহ বলে কি হবে? আগেই বলা উচিৎ ছিল।
====================================
ইনশাআল্লাহ কখন বলতে হবেঃ
ইনশাআল্লাহ শব্দের অর্থ, মহান আল্লাহ যদি চান তাহলে। ভবিষ্যতের হবে, করবো বা ঘটবে এমন কোন বিষয়ে ইনশাআল্লাহ বলা সুন্নাত। যেমন ইনশাআল্লাহ আমি আগামী কাল আপনার কাজটি করে দিবো। পবিত্র কুরআনে মহান আল্লাহ মুমিনদেরকে এর নির্দেশ দিয়েছেন।
বিষয়: বিবিধ
২০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন