একটু সহানুভূতি কি প্রবাসী পেতে পারে না?
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ মার্চ, ২০১৬, ০১:৫৩:৩০ রাত
প্রবাসে সফল ব্যক্তির সংখ্যা খুব বেশী নয়। প্রবাসীদের বেশীর ভাগই নুন আনতে পানতা পুরায় এর মত অবস্থা।
পরিবারের চাহিদা মেটাতে নিজের জীবনকে প্রবাসে বিলিয়ে দিয়ে,
একরুমে দশ/পনের জনের সাথে বসবাস করে, বছরের বেশীর ভাগ সময় প্রবাসে কাটিয়ে,
টিফিনের টাকা সেভ করে একটু বেশী টাকা পাঠাতে যে প্রবাসী ভাইটি সংগ্রাম করে কোন এক সময় প্রবাস ছেড়ে দেশে এসেই বিপদে পড়ে। তার কাছে চেনা মানুষগুলো অচেনা মনে হয়। এমনকি নিজের পরিবারের কাছেই উপেক্ষিত হয়। লাঞ্চনার শিকার হতে হয়। সুসময়ে যারা তার সাথে সখ্যতা গড়েছিল দুঃসময়ে তারা ধরা ছোয়ার বাইরে থাকে। এই তো প্রবাসীদের জীবন। সৃস্টিকর্তা তাদেরকে চির দুখি করে পাঠিয়েছেন হয়ত।
আজ টিভিতে দেখলাম, মালয়েশিয়ায় কিছু শ্রমিক ধরা পড়েছে। যারা অবৈধ হয়ে প্রবেশ করেছিল। দালা লচক্র তাদেরকে নাকি বিক্রী দিয়েছিল। নিউজটি দেখে খুব খারাপ লেগেছিল।
দেশ থেকে মানুষ জীবনের ঝুকি নিয়ে প্রবাসের দিকে ছুটে চলে। তার একমাত্র কারণ অভাব। দেশে কাজের অভাব আছে বলেই মানুষ প্রবাসী হয়। প্রবাসে গিয়ে কেউবা সফল হয়। কেউবা শুণ্যহাতে ফিরে। কেউবা ফিরে লাশ হয়ে।
আপনার চারপাশের অসহায় প্রবাস ফেরত মানুষগুলোর একটু খোজখবর রাখুন। তাদের শান্তনা দিন। নতুন ভাবে জীবন গড়ার সাহস দিন। সামর্থ থাকলে কোথাও কাজ করার সুযোগ করে দিন। কারণ প্রবাস ফেরত মানুষগুলোর দেশে এসেই চারদিকে অন্ধকার দেখে। তাই তাদেরকে অন্ধকার থেকে টেনে তুলুন। এই ভাল কাজের বিনিময়ে সৃস্টিকর্তা আপনাকে পুরস্কিত করবেন।
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একথাও দিনের আলোরমত সত্য প্রবাসীরা সবার চোখে টাকার মেশিন৷ টাকা নেই কদরও নেই৷ তাই প্রবাসীরা সাবধান৷
তবে যারা সত্যিকার অর্থে পেটের তাগিগে, ফে্যামিলিকে শান্তি সুখে রাখতে বাইরে যায়, তাদের সহযোগিতায় সবার এগিয়ে আসাই উচিৎ।
তাই প্রবাসীরা সাবধান
মন্তব্য করতে লগইন করুন