অপ্রিয় হলেও সত্য
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৮ অক্টোবর, ২০১৫, ১১:২১:০৯ সকাল
অপ্রিয় হলেও সত্যঃ
1. কেউ কম খরচ করলে অনেকে তাকে কিপটা বলে। কিন্ত কেন কম খরচ করে তা জানতে চায় না। অনেকের অর্থনৈতিক সমস্যার কারণ থাকতে পারে। টাকা কম খরচ করে বলে কিপটা বলা উচিত নয়।
2. অল্প বিদ্যা নিয়ে বেশী পান্ডিত্য করা মোটেও উচিত নয়। জ্ঞানীদের সামনে অল্প বিদ্যা নিয়ে বেশী কথা না বলে চুপচাপ জ্ঞানীদের কথা শুনা ভাল।
3. অন্যের সমালোচনা করে সময় ব্যয় না করে নিজের সমস্যা/পরিবারের সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত।
4. সুসময়ে অনেক বন্ধু জোটে। অসময়ে হায় কেউ কারো নয়। প্রকৃত বন্ধু/আপনজন তারাই যারা দুঃসময়ে হাত বাড়িয়ে দেয়।
5. কথা কম বলে ভাল না হোক ক্ষতির সম্ভাবনা কম থাকে। যারা বেশী কথা বলেন তাদের কথায় অধিক পরিমাণে ভুল থাকে। তাই কথা কম বলা উচিত।
6. হারাম উপার্জনের টাকা দিয়ে দুনিয়াতে সবাইকে খুশীতে রাখা যায়। আরাম অায়েশে থাকা যায়। কিন্ত আখিরাতে পরিনাম ভয়াবহ হবে।
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা কিপটা তারা কিন্তু টাকা থাকলেও খরচ করেনা।
মন্তব্য করতে লগইন করুন